কুলটি থানার লছিপুর এলাকায় ঝোপঝাড়ের মধ্যে থেকে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারাই একটি প্রাচীরের পাশে একটি প্লাস্টিক ব্যাগে ওই বোমাগুলো দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে আসে। কিন্তু পুলিশ বোমাগুলো উদ্ধার করতে পারেনি। পরে আজ বিকেলে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলিকে নিস্ক্রিয় করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কুলটি) ওমর আলি মোল্লা বলেন, ঝোপঝাড়ের মধ্যে কি ভাবে বোমাগুলো এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । ভোটের আগে ভয় দেখানোর জন্য এমন কাজ করা হতে পারে বলে মনে করা হচ্ছে । আজ বিকেলে বম্ব স্কোয়াড এসে বোমাগুলি ফাটিয়ে নষ্ট করে দেয় । প্রসঙ্গত এর আগে ও বহুবার এই অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে।
কখনও খবর মেলে, লুঠতরাজ চালানো দুষ্কৃতীরা ঠেক বসিয়েছে এখানে। কখনও বা অস্ত্র, মাদক-সহ দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ।— সব ক্ষেত্রেই ঘটনাস্থল একই, কুলটির লছিপুর। পুলিশের দাবি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যায়, গ্রেফতার হওয়া অপরাধীরা ঝাড়খণ্ড-সহ ভিন্-রাজ্যের বাসিন্দা। পুলিশকর্তাদের একাংশের মতে, এই এলাকায় ‘আশ্রয়’ নিয়ে ‘আত্মগোপন’ করে থাকছে অপরাধীরা। এলাকাবাসীরও একাংশের ক্ষোভ, এর জেরে লছিপুর তো বটেই, সামগ্রিক ভাবে জেলার নিরাপত্তা পরিস্থিতিতেও সমস্যা হচ্ছে।