‘প্রথম দফায় ভোটের হার দেখেই স্পষ্ট পরিবর্তন আসন্ন’, বললেন মিঠুন

প্রথম দফায় ভোটের হার দেখেই স্পষ্ট পরিবর্তন আসন্ন৷ বাঁকুড়ার ইন্দাসে রোড-শোয়ে বললেন মিঠুন চক্রবর্তী৷ দোলের দিন ফের ভোট প্রচারে বেড়িয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। পরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও ডেবরাতেও রোড-শো করেন তিনি৷ ডেবরাতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের হয়ে প্রচারে গিয়ে নতুন ডায়লগও দেন মিঠুন৷ বলেন, ইয়ে ইলাকা সায়েদ কিসিকা হোগা…মাগর আবসে ইয়ে বিজেপিকা হোগা৷

বিজেপির প্রার্থী না হলেও পুরোদমে গেরুয়া শিবিরের জন্য ভোটপ্রচারে দেখা যাচ্ছে মহাগুরুকে। এর আগেও বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন মিঠুন। শালতোড়ায় রোড শো করেছিলেন তিনি। বলেছিলেন, ‘বাংলার সঙ্গে আমার আত্মিক যোগ। ভোটে লড়লে সুবিধাবাদী হয়ে যাব। ভোটে আমি লড়ব না।’ সেবারও তাঁকে দেখতে ভিড় ছিল চোখের পড়ার মতো। দোলের দিনও ইন্দাসের পাশাপাশি কেশপুরে ও ডেবরাতেও মিঠুনের জন্য জনতার ভিড় উপচে পড়ল। কেশপুরে রোড শো-তে মহাগুরু স্টাইলে দেখা গেল মিঠুনকে। চোখে সানগ্লাস, পরনে শার্ট, গলায় মালা, প্রচারে ঝড় তুললেন পর্দার ‘এম এল এ ফাটাকেষ্ট’৷

২০১০ সালে শেষবার কেশপুরে এসেছিলেন মিঠুন। তখন প্রচার করেছিলেন তৃণমূলের হয়ে। মাঝে কেটে গিয়েছে দশটা বছর। মিঠুন এখন বিজেপির এক নম্বর তারকা প্রচারক। এদিন কেশপুরে সাড়ে ১২ মাইল থেকে রোড শো শুরু করেন মিঠুন। উল্লেখ্য, মিঠুনের রোড শোয়ের আগেই কেশপুরে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পেট্রোল বোমাও। সংঘর্ষে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহতও হয়েছেন বলে খবর। কেশপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।

এদিন মিঠুন চক্রবর্তী দাবি করেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে পরিবর্তন মানুষ বুঝতে পারবেন। সোনার বাংলা তৈরি হবে। প্রতিশ্রুতি দিতে গিয়ে তিনি বলেছেন, তাঁর পিছনে দিল্লির হাত রয়েছে। হাসপাতালের বেড শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। যার জন্য বাড়তি কোনও পয়সা সাধারণ মানুষকে দিতে হবে না। বিদ্যুতের দাম ১০০ শতাংশ কমানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.