করোনার টিকাকরণে বিশ্বকে পথ দেখিয়েছে ভারত : মোদী

করোনা টিকাকরণের সাফল্য দেশকে বিশ্বের দরবারে অন্য মাত্রা দিয়েছে। রবিবারের মন কি বাতে এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন তিনি বলেন ভারত যেভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে টিকা সরবরাহ করেছে, তা গর্বের। তিনি বলেন গোটা বিশ্ব করোনার সঙ্গে লড়ছে। সেই পরিস্থিতিতে আর্থিক ভাবে চাঙ্গা হতে গেলে সবাইকে এককাট্টা হতে হবে।

এদিন মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন দেশের ক্রীড়াক্ষেত্রে অনন্য ছাপ রেখেছেন মহিলারা। তাঁর বক্তব্যে উঠে আসে ক্রিকেটার মিতালি রাজ, ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর কথা। তাঁর স্ব স্ব ক্ষেত্রে আইকন হয়ে উঠে বহু মেয়েকে প্রেরণা যোগাচ্ছেন বলে জানান মোদী।

মোদী বলেন করোনা যুদ্ধে লড়তে গেলে একজোট হতে হবে সবাইকে। বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণ সাফল্যের সঙ্গে চালিয়ে নিয়ে যাচ্ছে ভারত। দাওয়াই ভি কড়াই ভি শ্লোগানে প্রত্যেকে সাড়া দিয়েছেন। দিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভ্যাকসিন পাচ্ছেন। ১০৭ বছরের বৃদ্ধাও ভ্যাকসিন নিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর দাবি ভারত এককাট্টা হয়ে যেভাবে জনতা কার্ফু পালন করেছিল, তা গোটা বিশ্বের কাছে নজির। গতবছর মার্চে লকডাউন শুরুর সময় জনতা কার্ফুতে গোটা দেশ সাড়া দেয়। অনন্য নজির তৈরি করে ভারত। থালা বাজিয়ে করোনা যুদ্ধের সৈনিকদের উৎসাহ যোগায় সারা দেশের মানুষ।

রবিবার বেলা ১১টা নাগাদ মন কি বাত অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তাঁর ৭৫ তম রেডিও অনুষ্ঠান মন কি বাত। এর মাধ্যমে গোটা দেশের শ্রোতাদের তিনি ধন্যবাদ জানান, তাঁর কথা শোনার জন্য। মোদী জানান, অল ইন্ডিয়া রেডিওতে এই অনুষ্ঠান হিন্দিতে সম্প্রচার করার পরেই আকাশবাণী প্রতিটি আলাদা আলাদা স্থানীয় ভাষায় সেটির অনুবাদ করে সম্প্রচার করবে। হিন্দি সম্প্রচার শোনা যাবে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে।

তাঁর বক্তব্যে বিশেষ ইস্যুকেন্দ্রিক বার্তা উঠে আসে, আবার থাকে দেশের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের প্রতি বার্তা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা সদর্থক ঘটনাবলী তুলে ধরে মোদী নিজের বেতার সম্প্রচার অনুষ্ঠান মন কি বাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.