বসন্তপূর্ণিমার অপূর্ব রাতে এবারে আবার আইসক্রিমের উপর টপিংয়ের মতো সুপারমুনের প্রাপ্তি

বসন্তপূর্ণিমার এই অপূর্ব রাতে এবারে আবার আইসক্রিমের উপর টপিংয়ের মতো সুপারমুনের প্রাপ্তি।

নাসার (NASA) একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সময় রবিবার রাত ১২টা ১৮ মিনিটে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে-করতে পৃথিবীর (Earth) সব চেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে তা সেই চাঁদকে আমরা বেশ বড় আকারের দেখব। আমাদের চোখে তা হবে ‘সুপারমুন’। ওই সময়ে চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের বিপরীতে। প্রসঙ্গত এটিই এ বছরের প্রথম সুপারমুন (supermoon)।

তবে এই নয় যে, ওই একদিনই চাঁদকে (moon) এমন বিশেষ আকারে দেখা সম্ভব হবে। প্রায় ৩ দিন ধরে এই সুপারমুন দৃশ্য়মান হবে রাতের আকাশে। নাসা সূত্রে জানা যাচ্ছে, এ বছর একাধিক সুপারমুনের ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, এই সুপারমুনকে worm moon-ও বলা হয়ে থাকে। আমেরিকান কৃষকদের দিনপঞ্জি (American Farmer’s Almanac)অনুযায়ী, এই সময় নাকি জমিতে খুব পোকামাকড় দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.