শনিবার থেকে পশ্চিমবঙ্গে ভোট প্রদান কর্মসূচি শুরু হয়ে গেছে। বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়লেও বেশ জমিয়ে প্রথম দফায় ভোট প্রদানে নেমে পড়ছে বঙ্গবাসী। প্রথম দফায় ভোট প্রদান চলার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর লড়াই শুরু হয়েছে।
একদিকে বিজেপি সমর্থকদের দাবি যে হাওয়া তাদের দিকে যাচ্ছে, অন্যদিকে তৃণমূলের দাবি যে ক্ষমতায় মমতা ব্যানার্জী ফিরবেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও বিজেপি সমর্থকরা নিজের নিজের পক্ষ রেখে ব্যাপক হারে মন্তব্য করা শুরু হয়েছে।
এর মধ্যেই বিজেপি সমর্থকরা টুইটারে “Amar VoteBJPKe” হ্যাশট্যাগ ট্রেন্ডিং করিয়েছে। বিজেপি সমর্থকরা তৃণমূলের ফাঁকা নির্বাচনী ক্যাম্প এর ছবি পোস্ট করেছে।
আবার কেউ কেউ মমতা ব্যানার্জীর সাথে প্রণয় পালের কথোপকথনের অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে “AmarVoteBJPKe” হ্যাশট্যাগ দিয়েছেন।
লক্ষণীয় বিষয় যে, এখনও অবধি এই হ্যাশট্যাগ দিয়ে প্রায় ১ লক্ষ ৬ হাজার মানুষ টুইট করেছেন। জানিয়ে দি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের ৩০টি আসনে নির্বাচন চলছে আজ। শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য কমিশনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে ৭৩০ কোম্পানির আধাসামরিক বাহিনী।