সন্ধে ৭.১৪: চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনের বিধি বদল করিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।
সন্ধে ৬.৪২: বাঁকুড়ার রানিবাঁধে মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকার অভিযোগে আটক যুবক।
সন্ধে ৬.৩৫: প্রথম দফার ভোট শেষে প্রত্যয়ী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথম দফার ভোটে জঙ্গলমহলে সাফ তৃণমূল, মন্তব্য দিলীপ ঘোষের।
বিকেল ৬.০১: বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলকর্মীর রহস্য়মৃত্যু। পুকুর থেকে উদ্ধার দেহ। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের।
বিকেল ৫.৫৪: বিকেল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৮২ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০. ১২ শতাংশ ভোট পড়েছে, ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, পুরুলিয়ায় ৭৭.০৭ শতাংশ ও বাঁকুড়ায় ৭৯.৯০ শতাংশ ভোট পড়েছে।
বিকেল ৫.৫০: বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে গড়বেতায়। এখানে ৮২.৩৭ শতাংশ ভোট পড়েছে
বিকেল ৫.৪৫: বিকেল ৫টা পর্যন্ত ৭৯.৭৯ শতাংশ ভোট পড়েছে
বিকেল ৪.১০: নন্দীগ্রামের সাউদখালি ও মনসাবাদে বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। এক মহিলা জখম। স্থানীয়দের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
বিকেল ৪.০৫: কেশিয়ারির দাদরা গ্রামে প্রাথমিক স্কুলের সামনে স্থানীয়দের রাস্তা অবরোধ। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ
বেলা ৩.৫২: বান্দোয়ানে ৪ বার ভোট দিতে না পারা মহিলা প্রার্থীকে টেন্ডার ব্যালেটের অনুমতি
বেলা ৩.৫০: পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের পাড়ুই গ্রামে বিজেপির দলীয় পতাকা ছেড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত ৪ জন। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ আধা সামরিক বাহিনীর
বেলা ৩.৪০: দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ
বেলা ৩.২০: এগরায় কসবাগোলায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ
বেলা ৩.১৫: নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ৩ তৃণমূল কর্মী আহত।
বেলা ৩.০০: প্রথম দফার নির্বাচনে রিগিং ও হিংসা কম হয়েছে বলে দাবী কৈলাস বিজয়বর্গীয়র। এদিন তিনি সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের রেকর্ড প্রকাশ করেন।
বেলা ২.৩০: বান্দোয়ানে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। ৪ বার বুথে এসেও ফেরত যেতে হল। ওই মহিলাকে বলা হচ্ছে তাঁর ভোট দেওয়া হয়েছে। অথচ তাঁর আঙুলে কালি লাগানো নেই
বেলা ২টো: পুরুলিয়ায় বিজেপি কর্মীকে গুলি করার হুমকি, রিপোর্ট তলব কমিশনের
বেলা ১.৩২: বান্দোয়ানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বেলা ১টা: প্রথম দফার ভোটে বেলা ১টা পর্যন্ত ৫৪.৯০ শতাংশ ভোট পড়েছে। পুরুলিয়ায় বেলা একটা পর্যন্ত ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে। ঝাড়গ্রামে বেলা একটা পর্যন্ত ৫৯.২৩ শতাংশ ভোট পড়েছে। বাঁকুড়ায় বেলা একটা পর্যন্ত ৫৭.২৭ শতাংশ ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুরে বেলা একটা পর্যন্ত ৫৭.৮২ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুরে বেলা একটা পর্যন্ত ৫২.৩৪ শতাংশ ভোট পড়েছে।
বেলা ১টা: পুরুলিয়ায় বিজেপিকর্মীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে।
বেলা ১২.৩০: বহিরাগতদের ভোটে ঢোকানোর অভিযোগ। বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ৫ মিনিটের মধ্যে ভোটদানের হার কমেছে। সব মিলিয়ে কমিশনকে রিপোর্ট পেশ তৃণমূলের। জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বেলা ১২.২০: বিজেপির বিরুদ্ধে বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ খেজুরির উত্তরবোগায়। বিজেপির অভিযোগ তৃণমূলের
সকাল ১১.৪৯: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬ শতাংশ।
সকাল ১১.৪৫: কাঁথিতে সৌমেন্দু অধিকারির গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুর। চালক আহত। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে।
সকাল ১১.৪০: পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগ সিআরপিএফের। অভিযোগ তৃণমূলের
সকাল ১১.৩০: মেদিনীপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটানোর অভিযোগ। ৩টি বুথ জ্যামের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
সকাল ১১.০৫: গড়বেতার হেতোশোলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীরা।
সকাল ১১.০৪: মেদিনীপুর সদরে বুথ জ্য়ামের অভিযোগ।
সকাল ১১.০০: ছাতনা বিধানসভার জামথল গ্রামে ভোট বয়কট এর ডাক দিয়েছেন এই গ্রামের মানুষেরা এই খবর সম্প্রচারিত হওয়ার পরপরই বেলার দিকে এসে পৌঁছালেন প্রশাসনিক আধিকারিকরা। এসে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হল আধিকারিকদের। চিঁড়ে ভিজলো না কোনভাবেই। তাঁরা গ্রামে ঘুরে দেখলেন এবং প্রতিকারের জন্য মানুষের সাথে কথা বলে প্রশ্ন করেন “আপনাদের কেউ ভয় দেখাচ্ছে?” গ্রামবাসীরা বলেন, “না হলে না মিটলে একটি ভোটও নয়। আমাদেরকে কেউ ভয় দেখায়নি আমাদের নিজের ভালোটা নিজেই বুঝি।”
সকাল ১০.৫৫: বান্দোয়ানে ছোলা, মুড়ি বিতরণ তৃণমূলের।
সকাল ১০.৪৮: ভগবানপুরে তৃণমূল কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ বিজেপির।
সকাল ১০.৪৪: পটাশপুরের চকগোপালপুরে বিজেপি কর্মীদের সশস্ত্র হয়ে ঘোরাঘুরির অভিযোগ।
সকাল ১০.৪০: সাড়ে তিন ঘণ্টা পর মাজনায় ১৭২ নম্বর বুথে চালু ভোটদান।
সকাল ১০.৩৫: ভগবানপুরের ভূপতিনগরে ভোটদানে বাধা বিজেপির। অভিযোগ ভোটারদের।
সকাল ১০.৩১: দক্ষিণ কাঁথিতে ভোট বন্ধ নিয়ে কমিশনকে উদ্দেশ্য করে টুইট তৃণমূলের। কমিশনের বক্তব্য এমনটা সম্ভব নয়।
সকাল ১০.৩০: মাজনার ২টি বুথে আধ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ভোট। অভিযোগ, তৃণমূলে ভোট দিলে ভোট পড়ছে বিজেপিতে। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ
সকাল ১০.১০: দক্ষিণ কাঁথির মাজনায় ভোট বন্ধ। তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে ভোট পড়ার অভিযোগ
সকাল ১০.০৬: পটাশপুর কাণ্ডে উঠল পাকিস্তান যোগের অভিযোগ। অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
সকাল ১০.০৪: সুশান্ত ঘোষের উপর হামলায় ৪ জনকে গ্রেফতার
সকাল ১০.০০: ১০ জন সাংসদ নির্বাচন কমিশনের দ্বারস্থ। অভিযোগ ৩০টি বিধানসভা কেন্দ্রে ইভিএমন মেশিন খারাপ। যেখানে তৃণমূলের ভাল ফলের সম্ভাবনা সেখানই মেশিন খারাপ বলে অভিযোগ। এও অভিযোগ, দাঁতনে বিজেপি এজেন্টরা অন্যান্য ভোটারদের আইডি নিয়ে ভোট করে দিচ্ছে। বেলা ১২টায় তাঁরা কমিশনের কাছে লিখিত অভিযো জমা দেবেন।
সকাল ৯.৫৩: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৭২ শতাংশ
সকাল ৯.৪৯: গ্রামের দীর্ঘদিন ধরে বেহাল সেতু সারাইয়ের দাবীতে ভোট বয়কট করলেন ছাতনা বিধানসভার জামথোল গ্রামের বাসিন্দারা এখানকার জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয়শো ভোটার ভোট বয়কট করলেন। সেক্টর অফিস থেকে নির্বাচন দপ্তরের আধিকারিকরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেও তাতে কাজ হয়নি।গ্রামের মানুষ পালটা প্ল্যাকার্ড নিয়ে নো ব্রিজ,নো ভোট স্লোগান তোলেন।তারা সাফ জানিয়ে দেন তারা ভোট দেবেন না। ফলে এই বুথে কার্যত মাছি তাড়াচ্ছেন ভোট কর্মীরা। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন বার,বার প্রশাসনকে জানালেও টনক নড়েছে না।তাই বাধ্য হয়ে ভোট বয়কটে সামিল হলেন তারা।
সকাল ৯.৪৭: বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন এলাকায় ভোট পরিদর্শনে বেরোলেন কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।
সকাল ৯.৩৬: দক্ষিণ কাঁথিতে ভোটারদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে ভোট দিলে বিজেপির খাতায় যাচ্ছে। এই অভিযোগে বন্ধ ভোট।
সকাল ৯.৩০: নির্বাচনী বিধিভঙ্গ। ঝাড়গ্রামে গোপিবল্লভপুরে ছোলা মুড়ি বিতরণ ও পুরুলিয়ায় চা বিস্কুট খাওয়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট দিয়ে বের হলেই মিলছে চা বিস্কুট। অন্যদিকে গোপিবল্লভপুরে ভোট দিলে বিজেপির বুথ ক্যাম্প থেকে ছোলা মুড়ি দেওয়ার অভিযোগ।
সকাল ৯.১৭: পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্য়োপাধ্যায়ের অভিযোগ যেখানে তৃণমূলের ভোট পাওয়ার সম্ভাবনা সেখানেই ইভিএম মেশিন খারাপ হচ্ছে।
সকাল ৯.১৫: খেজুরিতে বুথের ২০০ মিটারের মধ্যে দেওয়াল লিখন মুছল কেন্দ্রীয় বাহিনী। খোলা হল হোর্ডিং। গতকাল রাতে মোছার পর ফের দেওয়ালে লেখা হয়।
সকাল ৯.১৩: সকাল থেকে ১০৭টি ইভিএম খারাপ, ৪৬ টি ইভিএম ঠিক হয়েছে
সকাল ৯.১৩: সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার।
সকাল ৯.১০: কেশিয়ারির ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। রিপোর্ট কমিশনের
সকাল ৯.০৩: পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভার বিভিন্ন বুথে সিপিআইএম ও টিএমসি বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ। এই কেন্দ্রে লড়ছেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী সুশান্ত ঘোষ। তিনি অভিযোগ করেছেন বাম এজেন্টদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে টিএমসি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৯.০০: কোভিড বিধি মেনে বাঁকুড়ার চার কেন্দ্র রাইপুর, রানিবাঁধ, শালতোড়া ও ছাতনা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হল। রাইপুরের চিলতোড় প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। ভিড় এড়াতেই মূলত সকাল সকাল গণতান্ত্রিক অস্বীকার প্রয়োগ করতে তারা লাইনে দাঁড়িয়েছেন বলে ভোটাররা জানিয়েছেন।
সকাল ৮. ৫৭: ভগবানপুরের বোরজে ভোটকর্মীদের ভোট দিতে বাধা তৃণমূলকে।
সকাল ৮.৫৫: সাত সকালেই ছাতনা সহ জেলার চার কেন্দ্রেই মহিলাদের ভোট দেওয়ার ভিড় নজরে পড়ছে। ছাতনার বারবাকড়া স্কুলে মহিলা পরিচালিত বুথেও সকাল থেকে মহিলারা লাইন দিয়েছেন। একদিকে দাবদাহ আর সাত সকালে ভোট দিয়ে রান্নাবান্না সাততেই এই সকালে ভোট দেওয়াকেই বেছে নিয়েছেন মহিলারা। কোভিড বিধি মেনে ভোট গ্রহণ।চলছে। নো মাক্স,নো ভোট। মাস্ক না থাকলে কমিশনই মাক্স দিচ্ছে। এখনও পর্যন্ত ভোট চলছে মোটের ওপর শান্তিপূর্ণ।
সকাল ৮.৫২: কাঁথি দক্ষিণে খারাপ ইভিএম। ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ বন্ধ । প্রিসাইডিং অফিসার অসুস্থ।
সকাল ৮.৫০: পটাশপুর ২ নং ব্লকের, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী ও কেন্দ্রীয় বাহিনির এক জওয়ান গুরুতর জখম। এগরা সুপার স্পেশ্যাললিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পরে কলকাতায় চিকিৎসার জন্য তাঁদের স্থানান্তরিত করা হয়েছে।
সকাল ৮.৪৮: পূর্ব মেদিনীপুর জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি বুথে যথেষ্ট পরিমাণ আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদের জন্যে প্রত্যেকটি বুথে রয়েছে হুইলচেয়ারের ব্যবস্থা।
সকাল ৮.৪৫: প্রথম দফার ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে বন্দুক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খড়গপুর শহরের কৌশল্যা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নাকা চেকিংয়ে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল ও দুটি কার্তুজ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি নম্বর-বিহীন মোটর বাইকে চেপে ফকিরা নায়েক নামে এক যুবক খড়্গপুর শহরে আসছিলেন। ধৃতের বাড়ি খড়গপুর শহরের নিমপুরা এলাকায়। পুলিশ মোটর বাইক এবং ফকিরা নায়েক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সকাল ৮.৩০: কেশিয়ারিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সকাল ৮.২৫: শালবনিতে সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষের উপর হামলা। অভিযুক্ত তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছল পুলিশ
সকাল ৮.১০: খেজুরির বীরবন্দে তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
সকাল ৭.৫৫: পটাশপুরের ঘটনায় গ্রেপ্তার ৪
সকাল ৭.৩৫: কেশিয়ারিতে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি পোলিং এজেন্টের। অভিযুক্ত তৃণমূল
সকাল ৭.৩৪: কেউদি-জামবনি গ্রামে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কঙ্কাল কাণ্ডের নায়ক বলে বিদ্রুপ
সকাল ৭.১৫: খেজুরির বটতলায় রাতভর বোমাবাজি
সকাল ৭.১০: বুথে বুথে থার্মাল স্ক্যানিং করে, স্য়ানিটাইজার দিয়ে শুরু ভোটগ্রহণ।
সকাল ৬.৫০: ভোট শুরুর আগে কলকাতার বেনিয়াপুকুরে ২৬টি দেশী বোমা উদ্ধার করল কলকাতা পুলিশ গোয়েন্দাবিভাগ।
সকাল ৬.৪৫: ভোটের আগের রাতে রাজনৈতিক সংঘর্ষে উতপ্ত কাঁথি। বোমাবাজি, সংঘর্ষে আহত তৃণমূল ও বিজেপির বেশ কয়েকজন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি সকলেই। তবে ভোটের সকাল থেকে এলাকা শান্ত রয়েছে। রাতে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ বিধানসভা এলাকায় মূলত সংঘর্ষের রুপ ধারন করে। এলাকায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনি মোতায়েন রয়েছে।
সকাল ৬.৪০: খেজুরিতে রাতভর বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
সকাল ৬.৩৮: অভিযোগ, শালবনিতে ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টকে বুথে বসতে বাধা
সকাল ৬.১৮: এগরায় কেন্দ্রীয় বাহিনী। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ- বহিরাহতরা ঢুকছে এলাকায়
সকাল ৬.১১: ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি ভগবানপুরে। সাতমশালে হোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত পটাশপুরের ওসি। ভর্তি করা হয়েছে হাসাতালে। আক্রান্ত আরও ২ জন।
পশ্চিমবঙ্গের ৩০টি আসনে শনিবার প্রথম দফার ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া-এর পাঁচ জেলায় ভোটগ্রহণ হবে আজ। পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, রামনগর, খেঁজুরি, এগরা; পশ্চিম মেদিনীপুরের দাঁতন, খড়গপুর, কেশিয়ারি, শালবনি, গড়বেতা, মেদিনীপুর; পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুর, জয়পুর, বান্দোয়ান, মানবাজার , কাশিপুর, পাড়া, রঘুনাথপুর, পুরুলিয়া; ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়ায় হবে ভোটগ্রহণ।