এজেন্টদের ভোটের খাবার

আগে এক সময়ে কয়েকজন বুথে থাকতো  ভোট সামলাতে আর একদল বাইরে | সমস্ত রাজনৈতিক দলের একই ব্যবস্থা | সকালের চা থেকে জলখাবার পরে দুপুরের খাবার সবাই সবার সাথে ভাগ করে খেত | আজ দিন পাল্টেছে | একটি দল অন্যদলকে পরম শত্রু মনে করে | খাবার শেয়ার করার প্রশ্নই নেই | কিন্তু দলের তরফ থেকে কর্মীদের জন্য খাবার তো থাকেই | শহরে এক রকম খাবার গ্রামে আরেক রকম |

এবারের প্রথম পর্বের ভোটে গ্রামে মুড়ি/ ঘুগনি সঙ্গে চা | দুপুরে ভাত সবজি | শহরে কিন্তু একটু অন্যরকম | সকালে চা, বিস্কুট কিংবা কেক | দুপুরে ৪ পিস্ কচুরি, আলুরদম, একটি মিষ্টি , পারলে একটি ডিম্ সিদ্ধ | আসলে খাওয়াটা বারো কথা নয় | এই কর্মীরাই যে কোনও দলের সম্পদ | তারা আছে বলেই রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়ানোর সাহস করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.