দুপুর ১: ৪০: অসম কংগ্রেস সভাপতি রিপুন বোরা গোহপুরের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন।
দুপুর ১:২০: নির্বাচন কমিশন জানিয়েছে, অসম বিধানসভার প্রথম দফা নির্বাচনে দুপুর ১ টা পর্যন্ত ৩৭.০৬ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ১২:১০: অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন যে কংগ্রেস এবং অন্যান্য দলগুলি কেবলমাত্র গণমাধ্যমেই দেখা যায়। বিজেপি এবং তার সহযোগী দলগুলি গ্রাউন্ডে নেমে কাজ করে। তিনি আরোও বলেন, “আসামের লোকেরা জানে যে সিএএ-এনআরসি তাদের উপর কোনও প্রভাব ফেলবে না। আমার লক্ষ্য রাজ্যে আবার বিজেপি সরকার গঠন করা।”
দুপুর ১২:০০: কংগ্রেস নেতা রকিবুল হুসেন আমোনির ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। রাকিবুল হুসেন সমাগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী।
সকাল ১১:৫০: কংগ্রেস নেতা গৌরব গোগোই ভোট দেওয়ার পরে বলেন, “এটি আমার জন্য অত্যন্ত আবেগময় মুহূর্ত কারণ বহু বছর পরে প্রথমবার আমি আমার বাবা-মা ছাড়া ভোটকেন্দ্রে এসেছি।আমি বিশ্বাস করি যে, মানুষ তাদের সুন্দর ভবিষ্যতের জন্য মিথ্যা ও অসততার রাজনীতি বাদ দেবে।
সকাল ১১:২৮: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১ টা পর্যন্ত আসামে ভোট পড়েছে ২৪.২৮ শতাংশ।
সকাল ১১:২০: ডিব্রুগড়ের বোগা বাবা মাজারে প্রার্থনার পরে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে তিনি বলেন, “আমরা শতাধিক আসন পাব”। সোনোয়াল মাজুলী আসন থেকে লড়ছেন।
সকাল ১১:১৫: বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনের দিন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ের বোগা বাবা মাজারে প্রার্থনা করলেন। তিনি বলেন, “আমি সবার শান্তির জন্য এবং ভারতীয় জনতা পার্টির বিজয়ের প্রার্থনা করেছি।”
সকাল ১১:১০: আসাম বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কংগ্রেস নেতা গৌরব গোগোই জোড়াহাটে ভোট দিলেন।
সকাল ১১:০০: আসামে প্রথম দফায় ৪৭ টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ১০ টা পর্যন্ত ১০.২১ শতাংশ ভোট পড়েছে।
সকাল ১০: ৫০: কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী অসমের জনগণকে রাজ্যের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন।
সকাল ৯:৪৮: নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯ টা পর্যন্ত আসামে মোট ৮.৮৪ শতাংশ ভোট পড়েছে। প্রথম পর্যায়ে আজ রাজ্যের ৪৭ টি আসনে ভোটগ্রহণ চলছে।
সকাল ৯:৩০: আসামের ডিব্রুগড় জেলার লাহোওয়াল বিধানসভা কেন্দ্রে প্রথমদফার ভোটগ্রহণ চলছে।কোভিডবিধি মেনে পোলিং বুথে চলছে তাপমাত্রা পরীক্ষা। এছাড়া মাস্ক,স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লোভস রাখা হয়েছে।
সকাল ৮:৪৮: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের উন্নয়ন বজায় রাখতে আসামের জনগণকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন করেছেন। তিনি টুইটারে লিখেছেন, “আসামে আজ ভোটগ্রহণের প্রথম পর্ব। আমি সমস্ত ভাই-বোন, এবং বিশেষত যুবকদের, রাজ্যে শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি বজায় রাখতে বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য আবেদন করছি। গণতন্ত্রের এই মহাপর্বে আপনার অংশগ্রহণই আসামের অগ্রগতির মূল স্তম্ভ, তাই ভোট দিন। ”
সকাল ৮:৩০: গণতন্ত্রের পবিত্র উৎসবে অসমবাসীকে প্রবল সংখ্যক ভোট দিয়ে রেকর্ড তৈরী করার অনুরোধ জানালেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। অবশ্যই মাস্ক এবং সামাজিক দুরত্ববিধি মেনে চলার অনুরোধও করেন তিনি।
সকাল ৮:১৭: আসামের মাজুলি জেলার কমলাবাড়ি জুনিয়র বেসিক স্কুলে ভোটদাতাদের দেখা গেল সামাজিক দূরত্ববিধি মেনে দাঁড়াতে। এছাড়াও ডিব্রুগড়ের বাকুল, নাগাঁও জেলার রূপাহীর ভোটকেন্দ্র গুলিতে লম্বা লাইন। ব্যাপক উৎসাহ ভোটারদের মধ্যে।
সকাল ৭:২২: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জনগণকে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করলেন। তিনি বলেন, “দেশের ভীত মজবুত রাখার দায়িত্ব সকল ভারতীয়ের। এবং এটি করার সর্বোত্তম উপায় হ’ল ভোট দেওয়া।এইজন্যে আমি জনগণকে ভোট দেওয়ার জন্যে আবেদন করছি যাতে একসাথে আমরা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যত সু-নিশ্চিত করতে পারি।
সকাল ৭:১৭: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামবাসীকে যথাসম্ভব ভোট দেওয়ার আবেদন করলেন। তিনি ট্যুইটে লিখেছেন যে, “আসামে প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হয়েছে। যারা ভোট দেওয়ার যোগ্য তারা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন। আমি বিশেষত আমার তরুণ বন্ধুদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি। ”
সকাল ৭:১০: আসামের ডিব্রুগড়ে ভোটকেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন। সামাজিক দূরত্ববিধি মেনেই দাঁড়িয়ে আছেন সকলে । ডিব্রুগড় জেলায় মোট ৯ টি বিধানসভা কেন্দ্র রয়েছে।
সকাল ৭:০০: আসাম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদানপর্ব শুরু হয়েছে। ২৬৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে । ১২ জেলার ৪৭ আসনে শুরু হল ভোট।
সকাল ৬:৫৪: বুথে বুথে কোভিড বিধি। চূড়ান্ত প্রস্তুতিতে ভোট কর্মীরা
অসমের ৪৭টি আসনে আজ প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে রাজ্যে জারি হয়েছে কঠোর নিরাপত্তা। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। চলবে বিকেল ৬টা পর্যন্ত। করোনা বিধি মেনে রাজ্যে হবে ভোটগ্রহণ।