আজ, শনিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। সকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার মোট ৩০ টি বিধানসভা আসনে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের তরফে ঘোষণা মতোই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়ন করা হয়েছে। প্রথম দফায় মোট ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির ৩০ টি আসনে। আর কেন্দ্রীয় বাহিনীদের সাহায্য করবে ১১ হাজার ৪১৫ জন রাজ্য পুলিশ।
একনজরে কোন জেলায় কত আধা সেনা মোতায়েন:
পূর্ব মেদিনীপুর: এই জেলার ৭ আসনে ভোট রয়েছে। কেন্দ্রগুলি হল, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, এগরা ও রামনগর। এই জেলার প্রথম দফার ভোটে মোট ১৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন।
পশ্চিম মেদিনীপুর: এই জেলায় প্রথম দফায় ৬টি আসনে ভোট রয়েছে। কেন্দ্রগুলো হল, দাঁতন, কেশিয়াড়ি, গড়বেতা, শালবনী, মেদিনীপুর ও খড়গপুর। ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকছে ১২৪ কোম্পানি আধা সেনা।
ঝাড়গ্রাম: আদিবাসী অধ্যুষিত এই জেলার চার কেন্দ্রে শনিবার ভোট রয়েছে। কেন্দ্রগুলো হল- বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম। ১৪৪ কোম্পানি আধা সেনা ঝাড়গ্রামে মোতায়েন করা হচ্ছে।
পুরুলিয়া: এই জেলার ৯টি বিধানসভা কেন্দ্র ভোট গ্রহণ হবে৷ কেন্দ্রগুলো হল- বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর। এই জেলায় ১২৪ কোম্পানি আধা সেনা মোতায়েন করেছে।
বাঁকুড়া: এই জেলার চারটি আসনে ভোটগ্রহণ হবে৷ কেন্দ্রগুলো হল- রায়পুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়া।নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷
রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের নেতৃত্বাধীন দল কমিশনের নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, প্রতি বুথে অন্তত ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। যে ভোট কেন্দ্রে দুটি কিংবা তিন, চারটি করে বুথ থাকছে সেখানে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাঁচ থেকে আট টি বুথের ভোট কেন্দ্রে ১২ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং ১৫ টি বুথের ভোট কেন্দ্রে ১৬ জন কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে।