শুরু ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন, নয়টা পর্যন্ত ভোট পড়েছে ৭ শতাংশ

 প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১২৬ আসন বিশিষ্ট ২১-এর পঞ্চদশ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হয়েছে। সকাল নয়টা পর্যন্ত ভোট পড়েছে ৭ শতাংশ। শনিবার ২৭ মার্চ সকাল সাতটা থেকে ১২টি জেলার ৪৭টি কেন্দ্রে প্রথম দফার চলমান নিৰ্বাচনে ৩৩,৫৩০টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে ৮১,০৯,৮১৫ জন ভোটার মোট ২৬৪ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ণয় করবেন। ভোটদান পর্ব চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
এদিকে ইতিপূর্বে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এবার ভোটারকাৰ্ড না থাকলেও নাগরিকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এর পরিবর্তে ভোটকেন্দ্ৰে উপস্থিত আধিকারিকদের দেখাতে হবে অন্য প্রামাণিক পরুচয় পত্ৰ। বলা হয়েছে, যদি কারোর ভোটার আইডি না থাকে তা-হলে আধারকাৰ্ড, প্যানকাৰ্ড অথবা ড্ৰাইভিং লাইসেন্স, পাসপোর্ট দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। এছাড়া যদি হাতে সাংসদ, বিধায়ক, কোনও পরিষদীয় সদস্য কর্তৃক সরকারি পরিচয়পত্ৰ থেকে থাকে, তা-হলে তা-ও ভোটদানের জন্য যোগ্য হবে। এ-ও যদি না থাকে, তা-হলে এমজিএনরাগার কাৰ্ড, নতুবা শ্ৰম মন্ত্ৰক কর্তৃক প্রদত্ত হেলথ স্মাৰ্ট কাৰ্ড, ব্যাংক বা পোস্টঅফিসের ফটো সাঁটা পাসবুক, কেন্দ্ৰ, রাজ্য, কর্পোরেট খণ্ড বা পাবলিক লিমিটেড সংস্থা কর্তৃক প্রদত্ত পরিচয় পত্ৰ, এনপিআর-এর অধীনে আরজিআই-এর স্মাৰ্টকাৰ্ড প্রদর্শন করলেও সংশ্লিষ্টকে ভোটদানের সুযোগ দেবেন প্রিসাইডিং অফিসার। 
অন্যদিকে বিধানসভা নিৰ্বাচন অবাধ ও নির্ঝঞ্ঝাট রখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ২ লক্ষ ৪১ হাজার ২৬৯ জন রাজ্য পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৪৭টি ভোটগ্রহণ কেন্দ্রে। প্ৰত্যেক ভোটগ্ৰহণ কেন্দ্ৰে একজন করে সশস্ত্ৰ জওয়ান এবং আরও চারজন করে রাজ্য পুলিশের জওয়ান মোতায়েন করা হয়েছে৷ 
রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, প্রথম দফায় ১২টি জেলার ৪৭টি কেন্দ্রে অনুষ্ঠেয় নিৰ্বাচনের জন্য ৩৩,৫৩০টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ প্রস্তুত করা হয়েছে৷ কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। নিৰ্বাচনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সুরক্ষার ক্ষেত্ৰে বিশেষ সৰ্তকতা অবলম্বন করেছে অসম পুলিশ৷ সূত্রটি জানিয়েছে, এবারের ভোট পর্ব চলবে সম্পূর্ণ কোভিড বিধি মেনে। সে অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের পর্যাপ্ত পরিমাণের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক ইত্যাদি যোগান দেওয়া হয়েছে। সকল ভোটারকে মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 
আজ প্ৰথম দফায় ১২টি জেলার যে ৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেগুলো যথাক্রমে —
শোণিতপুর জেলার ৭১ নম্বর ঢেকিয়াজুলি, ৭২ নম্বর বরসলা, ৭৩ নম্বর তেজপুর, ৭৪ নম্বর রাঙাপাড়া, ৭৫ নম্বর সতিয়া। বিশ্বনাথ জেলার ৭৬ নম্বর বিশ্বনাথ, ৭৭ নম্বর বিহালি, ৭৮ নম্বর গহপুর। নগাঁও জেলার ৮৩ নম্বর ধিং, ৮৪ নম্বর বটদ্রবা, ৮৫ নম্বর রূপহিহাট, ৮৮ নম্বর সামাগুড়ি, ৮৯ নম্বর কলিয়াবর। গোলাঘাট জেলার ৯৩ বোকাখাত, ৯৪ নম্বর সরুপথার, ৯৫ গোলাঘাট, ৯৬ খুমটাই, ৯৭ দেড়গাঁও (তফশিলি জাতি সংরক্ষিত)। 
যোরহাট জেলার ৯৮ নম্বর যোরহাট।
মাজুলি জেলার ৯৯ নম্বর মাজুলি (তফশিলি জনজাতি সংরক্ষিত), ১০০ নম্বর তিতাবর, ১০১ নম্বর মরিয়নি, ১০২ নম্বর টিয়ক।
শিবসাগর জেলার ১০৩ নম্বর আমগুড়ি, ১০৪ নম্বর নাজিরা, ১০৭ নম্বর থাওড়া, ১০৮ নম্বর শিবসাগর। 
চড়াইদেও জেলার ১০৫ নম্বর মাহমরা, ১০৬ নম্বর সোনারি। লখিমপুর জেলার ১০৯ বিহপুরিয়া, ১১০ নম্বর নাওবৈচা, ১১১ নম্বর লখিমপুর, ১১২ নম্বর ঢকুয়াখানা। ধেমাজি জেলার ১১৩ নম্বর ধেমাজি (তফশিলি জনজাতি সংরক্ষিত), ১১৪ নম্বর জোনাই (তফশিলি জনজাতি সংরক্ষিত)। ডিব্রুগড় জেলার ১১৫ নম্বর মরান, ১১৬ নম্বর ডিব্রুগড়, ১১৭ নম্বর লাহোয়াল, ১১৮ নম্বর দুলিয়াজান, ১১৯ নম্বর টিংখং, ১২০ নম্বর নাহরকাটিয়া, ১২১ নম্বর চাবুয়া।তিনসুকিয়া জেলার ১২২ নম্বর তিনসুকিয়া, ১২৩ নম্বর ডিগবয়, ১২৪ নম্বর মার্ঘেরিটা, ১২৫ নম্বর ডুমডুমা, ১২৬ নম্বর শদিয়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.