খোদ রাজধানী দিল্লির হাসপাতালে চলল গুলির লড়াই। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে। পুলিশকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী গুলি চালাল। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে টেকনো উত্তেজনা সৃষ্টি হয়। দুষ্কৃতীদের গুলির জবাবে পুলিশও পাল্টা দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালায়। আর এই ঘটনায় সুযোগে কুলদীপ ওরফে ফজা নামে এক অপরাধী পালিয়ে যায়।এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্র মান ওরফে গোগী গ্যাংয়ের সদস্য কুলদীপ ওরফে ফজাকে নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য দুপুরে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। ওই সময় গ্যাংয়ের কিছু সদস্য পুলিশকে ঘিরে গুলি চালাতে শুরু করে। জবাবে পুলিশও গুলি চালায়। আর সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত কুলদীপ ওরফে ফজা। কুলদীপের বিরুদ্ধে খুনের মামলা সহ প্রায় ৫০ টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গাড়ি ও বাইক চুরির মামলা রয়েছে।
2021-03-25