‘’জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করবে বিজেপি। বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল করতে দিদিকে হারানো প্রয়োজন।’’
বৃহস্পতিবার পুরুলিয়ায় বাঘমুণ্ডিতে বিজেপি-র সভায় এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে শাহ রাজ্যে ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু হলে গোপন রাখার প্রবণতাকে কটাক্ষ করেন শাহ। মাঝে মাঝেই দেখা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে কিংবা মৃত্যু হলে সেটি সার্টিফিকেটে লিখতে পারতেন না চিকিৎসকেরা। সেই বিষয়কেই কটাক্ষ করে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করেন অমিত শাহ। এরই সঙ্গে রাজ্যে বিনিয়োগকারীদের বিমুখ হওয়া নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
এদিন পুরুলিয়ায় বাঘমুণ্ডিতে গিয়ে সভামঞ্চ থেকে অমিতবাবু জানিয়েছেন,’বাংলায় বাড়ছে বেকারত্ব। প্রথমে বামেদের আমলে শিল্প বন্ধ হয়েছে। তৃণমূল বিনিযোগকারীদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন। স্কিম চাইলে নরেন্দ্র মোদীকে ভোট দিন। পুরুলিয়াকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপি বদ্ধপরিকর।’ পুরুলিয়ার সভা থেকেও বাংলায় অনুপ্রবেশকারীদের প্রবেশ নিয়ে বর্তমান সরকারকে কটাক্ষ করেছেন অমিত শাহ।
এদিন তিনি জানিয়েছেন, খুঁজে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বার করবে বিজেপি। এরই সঙ্গে দেশের মানুষদের জন্য কী কী উন্নয়ন করেছেন মোদী সরকার, তার কথাও বলেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন,’‘১২ কোটির বেশি গরিব মানুষকে গ্যাসের সিলিন্ডার দিয়েছে মোদী সরকার। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে কেন্দ্রের সরকার। বিজেপি ক্ষমতায় এলে ১ বছরে কৃষকবন্ধুর আটকে থাকা ১৮ হাজার টাকা কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।’ লক্ষ্য জঙ্গলমহল, তাই আদা-জল খেয়ে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ফাঁক রাখতে চাইছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ আরও তিন জায়গায় সভা করার কথা তাঁর। ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করবেন অমিত শাহ।
2021-03-25