বীরভূমের তৃণমূল নেতা শেখ আলমের মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেছেন। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, শেখ আলম তাঁদের দলের কেউ নন
ওই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, আমরা যাঁরা সংখ্যালঘু, তাঁরা ৩০ শতাংশ। আর বাকি যাঁরা আছেন, তাঁরা ৭০ শতাংশ। এই ৭০ শতাংশ নিয়ে তাঁরা গদিতে আছে। লজ্জা করা উচিত। আমরা যদি ৩০ শতাংশ লোককে, সারা ভারতবর্ষের মুসলিম লোককে যদি একসঙ্গে করা যায়, তা হলে চার-চারটে পাকিস্তান তৈরি হবে। আমরা ভারতে যত মুসলমান আছি, সংখ্যালঘু আছি, তাদের যদি একসঙ্গে করে দেওয়া যায়, তা হলে চার-চারটে পাকিস্তান তৈরি করা যায়। কোথায় যাবে ভারতবর্ষে এই ৭০ শতাংশ?
অমিত মালব্য তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।
টুইটে তিনি লিখেছেন, বুধবার তৃণমূলের নেতা শেখ আলম বীরভূমের নানুরে বাসাপাড়ায় বক্তৃতা করছিলেন। সেখানে তিনি বলেছেন, ভারতের ৩০ শতাংশ মুসলিম এক হয়ে গেলে, ৪টে পাকিস্তান তৈরি করা যেতে পারে।
তিনি আরও লিখেছেন, তিনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। তবে তিনি কি তাঁর অবস্থান অনুমোদন করেন? আমরা কি এমন একটা বাংলা চাই?
এদিকে, ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি তৃণমূল প্রার্থীর সমর্থনে ওই সভা করছেন। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে ওই পথসভার আয়োজন করা হয়েছিল। তিনি যেখানে বক্তৃতা করছিলেন, তার পাশে কয়েকজন হাতে একটা ব্য়ানার ধরে রেখেছিলেন। শেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে। তাঁর ওই মন্তব্য শুনে হাততালিও দিতে দেখা যায়।