প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অসমে দু-দুটি দ্বিতীয় নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন। তিনি দরং জেলার সিপঝাড় এবং লখিমপুরের বিহপুরিয়ায় আয়োজিত পৃথক পৃথক নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন। তিনি কংগ্রেসের মহাজোটকে মহাঝুট আখ্যা দিয়ে ওই দলের টানা পনেরো বছরের শাসনকালের নানা ব্যর্থতার বর্ণনা করেছেন।
দরঙের সমাবেশে বড়ো এবং অসমিয়া ভাষায় উপস্থিত জনতাকে সম্বোধন করে তাঁর ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দরঙের নামেই রয়েছে রং। এই রং এখানকার কলা-সংস্কৃতি। এই জায়গা মা মহাকালীর পবিত্র স্থান। মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই আমার কামনা। তরঙ্গের কলা বিশেষ করে ওজাপালির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওজাপালি দেশে পারফর্মিং আর্ট হিসেবে খ্যাত। সাহিত্যের ক্ষেত্রেও দরং গুরুত্বপূর্ণ স্থান। স্বাধীনতা আন্দোলনের সময় দেশের স্বাধীনতা রক্ষার জন্য দরং জেলার অনেক বীর সেনানি নিজের জীবন বলিদান দিয়েছিলেন। পথারুঘাটের কৃষক ক্রান্তি দেশের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, আজ আমরা স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি পালন করতে চলেছি। এই পবিত্রক্ষণে আমি বীর শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
প্রধানমন্ত্রী বলেন, আজ আসাম রাইফেলস-এর ১৪৬ তম স্থাপনা দিবস। দেশের রক্ষায় আসাম রাইফেলসের গৌরবময় ইতিহাস রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই জায়গার কলা সংস্কৃতি আত্মনির্ভর ভারত নির্মাণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে। সেজন্য আমি অসমের জনগণের কাছে ডাবল ইঞ্জিনের মজবুত সরকার গঠন করার আহ্বান জানাতে এসেছি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অর্থ হল সংকল্প। অর্থাৎ অসমের ক্ষিপ্র বিকাশ আত্মনির্ভর অসমের সংকল্প। বিজেপি সরকার অসমের ভাষা, পোশাক-পরিচ্ছদ, সংস্কৃতির সম্মান করে। তিনি আরও বলেন, বিজেপি সরকার হিংসা, আতঙ্ক, অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে অসমকে অগ্রাধিকারের ভিত্তিতে সুরক্ষা প্রদান করে। শিক্ষা, চিকিৎসা, রোজগার, কৃষির ওপর বিশেষ সুবিধা প্রদানের জন্য কাজ করে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে ডাবল ইঞ্জিন সরকার শাসন করছে। এই সরকার সেতুর সরকার। আমরা বিকাশের সেতু বেঁধেছি। আজ সমগ্র অসমে সমাহারে বিকাশ হয়েছে। কংগ্রেস সরকারের আমলে ভেদভাব হতো। এটা কংগ্রেসের অভ্যাস। বরাক-ব্রহ্মপুত্র, পাহাড়-সমতলের জনতা নিজের সংস্কৃতি ও পরম্পরা পালন করে একসাথে বসবাস করছেন। বিগত পাঁচ বছরে বিজেপির শাসনে হিংসা দমন করা সম্ভব হয়েছে। কংগ্রেসের শাসনকালে সর্বত্র হিংসা আর দুর্নীতি ছড়িয়ে ছিল।
প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে প্রতিদিন হিংসাত্মক ঘটনা ঘটছে। বোমাবাজি, মারপিট, মৃত্যুর মতো ঘটনা ঘটেই চলেছে। অসমে ঐতিহাসিক বডো চুক্তি করে স্থায়ী শান্তির পথকে সুদৃঢ় করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের বিগত কংগ্রেস সরকার তাদের ১০বছরের শাসনকালে মাত্র দুটি সেতুর নির্মাণ করেছে। অন্যদিকে এনডিএ সরকার ছয় বছরের শাসনকালে ছয়টি সেতুর নির্মাণকার্য শুরু করেছে। এছাড়াও অনেক সেতুর কাজ দ্রুত চলছে। এতে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ফলে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। চিকিৎসা ও পড়াশোনার ক্ষেত্রেও আসমের জনগণের অনেক সুবিধা হয়েছে।
মোদী বলেন, আমাদের ডাবল ইঞ্জিন সরকার রেল, সড়ক পথ, আকাশপথ, জলপথের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। গুয়াহাটি বিমানবন্দরের পরিসর বাড়ানো হবে. রূপসী, ডিব্রুগড় বিমানবন্দরের ক্ষমতাও বাড়ানো হবে। এতে পর্যটনের ক্ষেত্রে সুবিধা হবে। রেল যোগাযোগের ওপর জোর দেওয়া হচ্ছে। অসমের ইতিহাসে প্রথম বার বঙাইগাঁও থেকে সরূপথারের মধ্যে ইলেকট্রিক ইঞ্জিন চালানো হচ্ছে। মহাবাহু ব্রহ্মপুত্রের জলপথে ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশকেও জোড়া হচ্ছে। তিনটি রোরো পরিষেবা শুরু করা হয়েছে। এই সমস্ত প্রয়াস অসমকে একটি বৃহৎ ব্যাবসায়িক কেন্দ্রে পরিণত করবে। প্রধানমন্ত্রী এই প্রচেষ্টাকে আগে এগিয়ে নিয়ে যেতে বলেছেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিজেপির রাষ্ট্রীয় সচিব এবং মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়া, পরমানন্দ রাজবংশী, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্রসিং তোমর সহ বহু শীর্ষ নেতা।
2021-03-25