ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মুকুল বাবু আগে ওয়াই প্লাস শ্রেণির নিরাপত্তা পেতেন।
অতীতে রেলমন্ত্রী হিসাবে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা ছিলই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানাতেও মুকুল রায়ের নিরাপত্তায় ছিল বজ্রআঁটুনি। কিন্তু তিনি দল ছাড়তেই অদ্ভূত ভাবে রাজ্য প্রশাসন তাঁর নিরাপত্তা তুলে নেয়। ব্যাপারটা অনেকটা এরকম পর্যায়ে দাঁড়ায় যে তৃণমূলে যখন নেই তখন নিরাপত্তারও দরকার নেই। তবে প্রায় সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মুকুল রায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এ বার বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর আসনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। কাল বাদে পরশু তথা শুক্রবার ২৬ মার্চ মনোনয়ন পেশ করে প্রচারে নামবেন প্রবীণ এই নেতা। তার আগে তাঁর নিরাপত্তার বহর আরও বাড়িয়ে দিল কেন্দ্র।
সম্প্রতি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জখম হয়েছিলেন মুকুলবাবু। তাঁকে লক্ষ্য করে আধলা ইট ছুড়েছিল দুষ্কৃতীরা। সেই ইট মাথায় এসে পড়ার উপক্রম হয়। হাত দিয়ে ঠেকাতে গেলে গুরুতর জখম হন তিনি।
এমনিতে নদিয়া জেলার প্রায় সমস্ত ব্লকের সব এলাকায় মুকুল রায়ের নখদর্পণে। কিন্তু এও ঠিক এই নদিয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল মুকুলবাবুকে। গত লোকসভা ভোটের সময় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল শাসক দল। তাঁর নাম চার্জশিটেও ঢোকানো হয়েছিল। যদিও আদালত মুকুলবাবুকে রেহাই দেন।
এ বার প্রচারে বেরোলে মুকুলবাবুর নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে সেই ব্যবস্থা করল কেন্দ্র। সূত্রের খবর, শুধু জেড ক্যাটাগরির নিরাপত্তা নয়, মুকুলবাবুর জন্য বুলেটপ্রুফ গাড়িরও ব্যবস্থা করা হবে।