ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মানবিকতা দেখল পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার জেলার ঘাটালে দলীয় প্রার্থীর সমর্থনে রোডশো-র পর ভাষণ দেওয়ার সময় আচমকা বক্তব্য থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার রাস্তা করে দেন। ভোটের প্রচারে বরাবর অনুগামীরা নাড্ডাকে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখলেও, আজ তাঁরা দেখলেন তাঁর মানবিক মুখও।মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঘাটালে একটি বর্ণাঢ্য রোডশো-তে অংশ গ্রহণ করেছিলেন তিনি। আর সেই জনসভা থেকেই একাধিক বিষয় নিয়ে নিশানা করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘাটালে নাড্ডার রোডশোতে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় প্রচুর মানুষ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। বক্তব্য রাখার সময় নাড্ডা দেখেন একটি অ্যাম্বুলেন্স রোডশো-এর কারণে আটকে পড়েছে। তারপরই নাড্ডা নিজেই উদ্যোগ নেন। বক্তব্য থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার রাস্তা করে দেন। তিনি অ্যাম্বুলেন্সটি যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য অনুগামীদের কাছে আবেদন জানান। বলেন, কেউ যেন অ্যাম্বুলেন্সের পথ না আটকায়। ভিড় অতিক্রম করে অ্যাম্বুলেন্সটি দ্রুততার সঙ্গে চলে যায়। ভোটের প্রচারে বরাবর অনুগামীরা নাড্ডাকে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখলেও, আজ তাঁরা দেখলেন তাঁর মানবিক মুখও। দলীয় অনুগামীরা এর জন্য তাঁকে সাধুবাদ জানান।
2021-03-24