রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ কমল সামান্য। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
স্বাস্থ্যদফতরের নয়া পরিসসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫ লক্ষ ৮০ হাজার ৯৯৯ জন।নতুন করে আরও ২ জনের মৃত্যুর ফলে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৩১০ জনের। আর করোনার কামড় এড়িয়ে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ লক্ষ ৬৭ হাজার ৪৩৭ জন। সুস্থতার হার ৯৭.৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ১৮, ২৪৩, যার মধ্যে ৬.৪৭ শতাংশ রিপোর্ট পজিটিভ।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পরীক্ষার সংখ্যাই বাড়ানোর পরামর্শ স্বাস্থ্য আধিকারিকদের। সামান্য জ্বর-সর্দি অবহেলা করলে ফল হতে পারে ভয়াবহ। তাই ইনফ্লুয়েঞ্জা হলেও হেলাফেলা করা উচিৎ নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশকে সামনে রেখেই ফের বাড়ি-বাড়ি খোঁজ শুরু করছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ফিরিয়ে আনা হচ্ছে তাঁরাই খোঁজ নেবেন এমন ‘অসুস্থ’ ব্যক্তিদের। সবচেয়ে বেশি চিন্তা কলকাতাকে নিয়ে। এখানে এই মুহূর্তেও ১৪৭১ জন কোভিড পজিটিভ। ঠিক এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে অ্যাকটিভ রোগী ৯৩২ জন।