আব্বাস ও ঐশী

আব্বাস বিশ্বাস করে এবং বুক ঠুঁকে খোলা ছাদের নীচে ১০০০ মুসলিম যুবকদের মধ্যে বলেন মেয়েদের পর্দা করা জরুরি। বোরখা ছাড়া যে মেয়েরা রাস্তায় ঘুরছে, স্কুল, কলেজ, দোকান, হাট যাচ্ছে তারা বেহায়া।
আপনি বিশ্বাস রাখুন এই আব্বাসের সমর্থন ও সহযোগিতা নিয়েই ঐশী নামের মেয়েটি মেয়েদের জন্য সুরক্ষিত বাংলা গড়বে।
ঐশীকে ভোট দিন…

আব্বাস বিশ্বাস করে, নুসরত জাহান বাংলার একজন সাংসদ মুসলিম হয়েও মন্দিরে যায়, ছোট জামাকাপড় পরে, তাই ওকে গাছে বেঁধে পেটানো উচিৎ। ওর হাতে ক্ষমতা এলে ও সেটা করবে বলে হুমকিও দিয়ে রেখেছে। আপনি ও আপনারা বিশ্বাস করুন, আব্বাসের সমর্থন ও সহযোগিতা নিয়ে মীনাক্ষী নির্বাচন জিতলেই আপনার বাড়ির মেয়েরা এক সাম্প্রদায়িকতা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে নিতে ‘উইমেন এমপাওয়ারম্যান্টের’ রাস্তায় হেঁটে যাবেন।
ভোটটা আব্বাস, সরি মীনাক্ষীকেই দিন…

ফ্রান্সের শার্লি হেবদোর ঘটনাটা মনে আছে? একটি কার্টুন আঁকার অপরাধে ইসলামিক জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হয়েছিল শিল্পী শার্লিকে। আর সেখানেই শেষ নয় তারপরও আরও কয়েকবার নিজের দেশের মানুষের রক্ত দিয়ে কার্টুনের দাম মেটাতে হয়েছিল ফ্রান্সকে। ওই সময় হাজার লোকের একটি সভা থেকে আব্বাস বলেছিল যে ছেলেটি শার্লিকে খুন করেছে সে সৌভাগ্যবান। সে নবীর অপমানের বদলা নিতে পেরেছে। তার জায়গা হয়েছে জন্নতে।
আব্বাস বিশ্বাস করেন, কার্টুন আঁকার অপরাধে মানুষ খুন করা যায়!
আপনি/আপনারা বিশ্বাস করুন এই আব্বাসের সঙ্গে রাজনৈতিক জোট করে, আব্বাসের পতাকা হাতে মিছিল করতে করতে ‘শতরূপ-রা’ মানুষের জীবন ও জীবিকার জন্য কাজ করবে। পশ্চিমবঙ্গের ‘হাল ফেরাবে’, পশ্চিমবঙ্গের ‘লাল ফেরাবে’। শতরূপদের ভোট দিন…

করোনার অতিমারীর সময় যখন দেশের প্রায় প্রতি প্রান্তে করালগ্রাসী মৃত্যু আস্তে আস্তে থাবা বসাতে চলেছে, যখন সারা বিশ্বের সঙ্গে ভারতও প্রস্তুতি নিচ্ছে কিভাবে নিজের সন্তানদের করোনা নামের এই বিভীষিকার হাত থেকে রক্ষা করা যায়…
তখন, ঠিক তখনই একটি ধর্মীয় জনসভা থেকে আব্বাস তাঁর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ‘ এমন একটা ভাইরাস পাঠান যাতে ভারতের ৫০ কোটি মানুষ মরে যায়।’ হ্যাঁ ‘মানুষ’, যেন ‘মানুষ’ মরে যায়!
আপনি/আপনারা বিশ্বাস করুন এই আব্বাসের সঙ্গে হাত মিলিয়েই সৃজন-রা পশ্চিমবঙ্গের মানুষের জীবন ও স্বাস্থ্য, চাকরি ও শিক্ষার অধিকার সুনিশ্চিত করবেন৷
সৃজনদের ভোট দিন…

লাল ফেরাও, হাল ফেরাও, লাল ফেরাও হাল ফেরাও, লাল ফেরাও হাল ফেরাও 🙂

শে খ র ভা র তী য়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.