নির্বাচনে উপেক্ষিত

পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু ও পদুচেরিতে নির্বাচনের দামামা বেজে গেছে l বয়স্ক লোকেদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে l বরাবরের মত এবারও, জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটি ভোটের ময়দানে কোন ইস্যু নয় l কোনো দলই এটিকে ধর্তব্যের মধ্যে আনেন নি l এই বিপুল অনিয়ন্ত্রিত জনস্ফীতিকে নিয়ে উন্নয়ন এর স্বপ্নজাল শুধু আমরাই বুনতে পারি l চীন যে আজ অর্থনীতির শিখরে পৌঁছেছে:তার অন্যতম কারণ তারা কঠোরভাবে জনসংখ্যাবৃদ্ধিকে রুখে দিতে পেরেছে l ইউরোপ- আমেরিকাও পেরেছে l আমরা পারিনি l
একটি কথা জলের মত পরিষ্কার -বিশ্বের সকল তাবড় তাবড় অর্থনীতিবিদদের নিযুক্ত করেও আমাদের অর্থনীতির হাল ফেরানো যাবেনা l বেকার সমস্যার সমাধান হবেনা -যদিনা আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারটিকে অগ্রাধিকার দিয়ে তা নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসি l কংগ্রেস, বিজেপি, বাম, তৃণমূল, ডি এম কে, এ আই ডি এম কে যেই ক্ষমতায় আসুকনা কেন কেউ এদেশের অথনীতির হাল ফেরাতে পারবেনা l দিনের দিন জনসংখ্যার লাগামছাড়া বৃদ্ধি উন্নয়ন এর গতিকে আরো স্তব্ধ করে দেবে l উন্নয়ন ক্রমশঃ মুখ থুবড়ে পড়বে l
বেকারি আরো বাড়বে l শ্রমের মূল্য আরো কমবে l আমরা আরো সস্তায় কাজের লোক পাবো l আর শুধুমাত্র একটাকা -দুটাকা কেজি চালে আমাদের উন্নয়ন আটকে যাবে l যাচ্ছে ও l

পশ্চিমবঙ্গেই আজ বি টেক পাশ করা ইঞ্জিনিয়ারদেরকেও মাসিক পাঁচ হাজার টাকা বেতনের চাকরি নিতে হচ্ছে l বি এস সি – এম এস সি পাশ করা ছেলে মেয়েদের 2/5 হাজার টাকা বেতনে নিযুক্ত হতে দেখছি l একদিকে জনস্ফীতি অপরদিকে উন্নততর প্রযুক্তির কারনে কর্মচারীর প্রয়োজন কমে যাওয়া -এই দুই এর যাঁতাকলে আমাদের ছাত্র যৌবন পিষ্ট হতে থাকবে l আমরা সিপিএম -কংগ্রেস -তৃণমূল -বিজেপি করতে থাকবো l নানান রকম উন্নয়ন এর তত্ব আওড়াবো l

সরকারি হাসপাতালে পরিষেবার খামতি -একথা আমরা প্রায় শুনি l সত্যিও l কিন্তু একবারও কী ভেবে দেখেছি কী সাংঘাতিক রোগীর চাপ সেখানে l কোনোদিনকী আমি বা আপনি বনগাঁ লোকালে উঠে দেখেছি l মানুষ এ ভাবে যাতায়াত করতে পারে! আদালতে আদালতে কেসের পাহাড় l শুধুমাত্র বর্তমান মামলাগুলোকেই নিস্পত্তি করতে তাদের লেগে যাবে তিনশো বছর তাও যদি নতুন করে না মামলা ফাইল হয় l থানায় থানায় অভিযোগের পাহাড় l জেলগুলি বন্দীদের ভিড়ে উপচে পড়ছে l নারী পাচার -পতিতাবৃত্তিতে দেশ ছেয়ে যাচ্ছে l পার্টটাইম পতিতা বৃত্তিতো অলিতে গলিতে ছেয়ে গেছে l এসব নিয়ে কী আমরা ভাবি? এগুলোকী নির্বাচনে ইস্যু হয়েছে?

পরিবেশ? কিভাবে রক্ষা হবে? প্রতিদিন জন্মনিচ্ছে প্রায় আশি হাজার শিশু l তাদের জন্যও ঘর লাগবে, স্কুল কলেজ লাগবে, আসবাবপত্র লাগবে, গাড়ি ঘোড়া লাগবে -সব লাগবে l তাদের বাসস্থানের জন্য জমি কোন মঙ্গলগ্রহ থেকে আসবে? তাদেরও ঘরের জন্য আসবাব পত্র লাগবে l তাদেরও চলার জন্য পথ লাগবে l ক্রমশঃ সে পথ সম্প্রসারিত করতে হবে l সেই চাপ পরিবেশের উপর পড়বে না? পড়তে বাধ্য l দিনের দিন দেখছি -চাষের জমি কিভাবে সংকুচিত হয়ে সেখানে বাড়ি ঘর তৈরী হচ্ছে l এছাড়া উপায় বা কী আছে? কে ভাববে এসব কথা?

আমরা ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা করবো l চীনের সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাববো l শুধু ভাববোনা কিভাবে তারা জনসংখ্যাকে বেঁধে রাখতে পেরেছে l ভুলেও তাদের জনসংখ্যা নিয়ে তুলনা করবো না l আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে কোন জাদু মন্ত্রবলে আমরা দৈনিক 80 হাজার ছেলে মেয়ের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবো? না, অতশত ভেবে লাভ নেই l আসুন আমরা শুধু সিপিএম -কংগ্রেস -তৃণমূল -বিজেপি করেই কাটিয়ে দিই -আর মাঝে মাঝে কিছু তত্ত্বকথা আউড়ে যাই l

  • ওসমান মল্লিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.