বিশ্বজুড়ে ফের মাথাচাড়া দিয়েছে করোনা ভাইরাস। মারণ ভাইরাসের দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউয়ে নাজেহাল বিশ্ববাসী। একরাশ উদ্বেগকে সঙ্গী করেই চলছে আগামী জুলাইতে শুরু হতে চলা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের প্রস্তুতি। তবে করোনায় গুঁতোয় অলিম্পিকে আরোপিত হতে চলেছে একাধিক বিধিনিষেধ। বাইরের দেশের দর্শকদের প্রবেশ ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে টোকিও অলিম্পিকে। তবে সূত্রের খবর, যেহেতু সমগ্র গেমস আয়োজনের জন্য প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক প্রয়োজন, তাই ৫০০ বিদেশি স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারকে অলিম্পিকে বিশেষ অনুমতি দেওয়া হতে পারে।
প্রাথমিকভাবে অলিম্পিক গেমসে করোনার প্রকোপ এড়াতে বিদেশ থেকে স্বেচ্ছাসেবক গ্রহণের ব্যাপারে অনীহা ছিল আয়োজকদের। কিন্তু গেমস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যতিক্রম হিসেবে শেষমেষ বিশেষভাবে প্রশিক্ষিত ৫০০ বিদেশি স্বেচ্ছাসেবককে বিশেষ অনুমতি প্রদান করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। গোটা অলিম্পিক গেমস আয়োজনের জন্য প্রয়োজন ৮০ হাজার স্বেচ্ছাসেবক। যার মধ্যে ১০ শতাংশ অর্থাৎ, ৮ হাজার বিদেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করার কথা ছিল টোকিও অলিম্পিকে। কিন্তু করোনা ভাইরাসের জেরে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ স্থগিত হয়ে যাওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে প্রাথমিকভাবে ২০০০ বিদেশি স্বেচ্ছাসেবক নেওয়ার কথা ভেবেছিল আয়োজকরা।
কিন্তু করোনা সাম্প্রতিক সময়ে ফের চোখ রাঙানোয় বিদেশি স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসে আয়োজকরা। কিন্তু শেষমেষ খানিকটা বাধ্য হয়েই বিশেষভাবে প্রশিক্ষিতদের নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পথে। যদিও তাতে চূড়ান্ত সিলমোহর পড়েনি এখনও। যেমন অ্যাথলিটদের পরিবারের সদস্যদের অনুমতি প্রদানের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি আয়োজকরা। রবিবারই বিদেশি দর্শকদের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয় আয়োজকদের তরফে। ৬ লক্ষ টিকিটের মূল্য ফেরত দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্যারালিম্পিকের ক্ষেত্রে সংখ্যাটা ৩০ হাজার।
২০২০ টোকিও অলিম্পিকের সিইও তোশিরো মুতো জানিয়েছেন, ‘টোকিও অলিম্পিকের জন্য জাপানের বাইরে থেকে স্বেচ্ছাসেবকদের আমরা অনুমতি প্রদান থেকে বিরত থাকছি।’ তবে ব্যতিক্রমী ক্ষেত্রে কিছু বিশেষভাবে দক্ষ এবং বিশেষজ্ঞ স্বেচ্ছাসেবকদের অলিম্পিকে যোগদানের বিষয়টি খোলা রেখেছেন মুতো। সংখ্যাটা পাঁচশোর মতো। সোমবারই গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী সেইসব বিশেষভাবে প্রশিক্ষিতদের কাছে ব্যক্তিগত স্তরে বার্তা পৌঁছে যাবে বলে জানান মুতো।