“আজ বাঙালিকে আবার দুর্জয় আত্মবিশ্বাস লাভ করতে হবে। আদর্শে বিশ্বাস, নিজের শক্তিতে বিশ্বাস, ভারতের গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস…” -নেতাজী সুভাষচন্দ্র বসু
২৩ জানুয়ারি ২০২১, কলকাতা ভিক্টোরিয়া স্মৃতিসৌধে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিমবঙ্গ কি পিছিয়েই থাকবে?
একটু ভেবে দেখুন
🔴রবীন্দ্রনাথ তাঁর ‘দেশীয় রাজ্য’ প্রবন্ধে লিখেছেন, “যাহারা ভারতকে অন্তরের সঙ্গে অবজ্ঞা করেন, তাহারাই ভারতকে বিলাত করবার জন্য উৎসুক- সৌভাগ্যক্রমে তাহাদের এই অসম্ভব আশা কখনোই সফল হইতে পারিবে না।” অথচ আমরা সস্তা চীনা আলোয় কলকাতাকে সাজিয়ে লন্ডন বানানোর মাথায় ভুলতে বসেছি-
🔴হুগলী নদীর উভয় তীরে প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলে পরিচিত শিল্পাঞ্চল এবং প্রাচ্যের শেফিল্ড বলে পরিচিত হাওড়া শিল্পাঞ্চল (এশিয়ার বৃহত্তম) আজ ধুঁকছে।
🔴আজ আমেরিকার সিলিকন ভ্যালি থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত বাঙালি আই.টি বিশেষজ্ঞদের প্রাধান্য। বিশ্বের অধিকাংশ উচ্চ মেধার পেশায় বাঙালির উল্লেখযোগ্য স্থান। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে তাদের কর্মসংস্থান হয় না। অতি দক্ষ থেকে শুরু করে অদক্ষ শ্রমিককেও কাজের সন্ধানে ভিনরাজ্যে যেতে হয়।
🔴বেকাররা হতাশাগ্রস্ত, গ্রাম থেকে শহরে রাজনীতি যেন তাদের পেশা ও ব্যবসা হয়ে উঠেছে। তাই বাংলায় এত হানাহানি, মারামারি।
শিল্পক্ষেত্রে প্রকৃত বিনিয়োগ (কোটি টাকায়)
রাজ্য ২০১৩ ২০১৫ ২০১৭
মহারাষ্ট্র ৩০২৬৬ ১৮৮৫৪ ১৮৯৯৩
গুজরাট ১৫৪৭৮ ৫৯৯১ ৯৭৯৫
কর্ণাটক ৪৯১২ ১৩৭৮০ ২৪৫৫
মধ্যপ্রদেশ ১৫১৯ ১৭২৭৭ ১১৭১৫
অন্ধ্রপ্রদেশ ৫০২১ ৪৫৪২ ৪৫০৯
রাজস্থান ৩১৭৩ ৩৯১৮ ৩০১৬
পশ্চিমবঙ্গ ২৪৮২ ৯৮৩ ২৬০২
[সূত্র: dipp.gov.in]