লক্ষ্য সন্ত্রাস দমন, যৌথ মহড়ায় অংশ নেবে ভারত-চিন-পাকিস্তান

বৃহৎ উদ্দেশ্যে এক হচ্ছে ভারত-চিন ও পাকিস্তান। সন্ত্রাস দমনে এক যৌথ মহড়ায় অংশ নিতে চলেছে ভারত, চিন, পাকিস্তান। তবে শুধু এই তিন দেশ না, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের তরফে আয়োজিত এই মহড়ায় অংশ নেবে এই সংগঠনের অন্য সদস্য দেশগুলিও।

চলতি মাসের ১৮ তারিখে র‍্যাটস (Regional Anti-Terrorist Structure (RATS) এর ৩৬ তম বৈঠকে এই মহড়া ‘“পাব্বি-অ্যান্টিটেরর ২০২১’ এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। উজবেকিস্তানের তাশখন্দে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। একইসঙ্গে ওই বৈঠকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারেও আলোচনা হয়।

র‍্যাট-এর বিবৃতি নিয়ে এক চিনা সংবাদ সংস্থা জানিয়েছে, জঙ্গি ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি কোথা থেকে টাকা পাচ্ছে, তা চিহ্নিত করে দমন করার ব্যাপারে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদয় দেশগুলি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।

ভারত, কাজাখস্তান, চিন, পাকিস্তান, তাজাকিস্তান, উজবেকিস্তান ও র‍্যাটের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে সন্ত্রাস দমনই ছিল আলোচনার মূল বিষয়।

উল্লেখ্য, র‍্যাটস (Regional Anti-Terrorist Structure (RATS) এর সদর দফতর রয়েছে তাশখন্দেই। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলির সহযোগিতায় করাই এই সংগঠনের মূল কাজ।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) এ একটি ইকোনমিক ও সিকিউরিটি ব্লক। ২০১৭ সালের ৯ জুন ভারত এবং পাকিস্তানকে এই ব্লকে পূর্ণ সদস্য হিসাবে নেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠাতা দেশ হিসেবে রয়েছে চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

১৯৯৬ তে চিনের সাংহাইয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাংহাই ফাইভ গ্রুপিং তৈরি করা হয়েছিল, সেই গ্রুপ-ই আজ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আকার নিয়েছে। চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানের রাষ্ট্রপ্রধানরা সীমান্ত অঞ্চলগুলিতে সামরিক বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে এই গ্রুপ গড়ে তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.