পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবে বিজেপি। পশ্চিমবঙ্গে দুর্নীতির খেলা আর চলবে না! চলবে না সিন্ডিকেট ও কাটমানির খেলা! রবিবার বাঁকুড়ার জনসভা থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে তিলাবেদিয়ার মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে থাকার সময় রোড শো দেখতে পেলাম। এত মানুষ ওখানে হেলিপ্যাডের পাশে দাঁড়িয়ে রয়েছেন। বিশাল সংখ্যায় মা-বোনেরা। মা-বোনেদের আমি প্রণাম জানাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। সভার ভিড় দেখে মনে হচ্ছে, ব্রিগেডের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে। যতদূর আমার চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। বাঁকুড়ার এই দৃশ্য জানান দিচ্ছে ২ মে দিদি যাচ্ছেন, আসল পরিবর্তন আসছে।” প্রধানমন্ত্রীর কথায়, “পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবে বিজেপি। দুর্নীতির খেলা চলবে না! সিন্ডিকেটের খেলা চলবে না! কাটমানির খেলা চলবে না! বিজেপি সরকার গঠনের পর মায়ের পুজো হবে, মাটির তিলক হবে এবং মানুষের সম্মান হবে।”
প্রধানমন্ত্রী এদিন আক্ষেপ করে বলেছেন, “দিদির লোকজন দেওয়ালে ছবি আঁকছেন, সেই ছবিতে দিদি আমার মাথায় পা মারছেন। আমার মাথা নিয়ে ফুটবল খেলছেন, আপনি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের অপমান কেন করছেন দিদি? দিদি আপনি যদি চান আপনি আমার মাথায় পা রাখতে পারেন। যদি আপনি চান তাহলে আমায় লাথিও মারতে পারেন। কিন্তু, আপনাকে বাংলার বিকাশে লাথ মারতে দেব না আমি, মানুষের অধিকারে লাথি মারতে দেবো না, আমাদের গরিব ভাই-বোন- আদিবাসীদের স্বপ্নে লাথি মারতে দেব না। দিদির আসল চেহারা প্রকাশ পেয়েছে। দিদি আপনি আমাকে মারতে পারেন। কিন্তু বাংলার বিকাশ আটকাতে দেব না।” মমতাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলায় তোষণ আর ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন দিদি। আপনাকে প্রশ্ন করা যাবে না এটাই ভেবেছিলেন। উত্তর নেই, দিদি শুধু বলছেন খেলা হবে খেলা হবে। জলের সমস্যায় কষ্ট পাচ্ছেন বাঁকুড়ার মানুষ। ১০ বছর ধরে শুধু প্রতিশ্রুতিই দিয়েছেন।” মোদী বলেন, “পানীয় জল কোথায়? নিকাশি ব্যবস্থা কোথায় ? কেন্দ্রের টাকায় তৃণমূল নেতাদের পকেট ভরেছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত সাধারণ মানুষ। রাজ্যের মানুষ আপনাকে প্রশ্ন করছেন দিদি।”
2021-03-21