বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ আগামী শনিবার, ২৭ মার্চ। তার আগে আজই প্রচারের শেষ রবিবার। আর এদিন টানটান প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল ও বিজেপির। গতকাল খড়গপুরে জনসভা ছিল নরেন্দ্র মোদীর। রবিবার তিনি ফের আসছেন বাংলায়। এদিন বাঁকুড়ায় তিলাবেদির মাঠে দুপুর একটায় জনসভা প্রধানমন্ত্রীর।
পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই সভা মঞ্চেই দেখা যেতে পারে কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারীকে। গতকাল তাঁকে অমিত শাহের সভায় আমন্ত্রণ জানাতে শান্তিকুঞ্জে যান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। দু’জনের প্রায় আধঘণ্টা বৈঠক হয়। সভায় যেতে সম্মত হয়েছেন শিশিরও।
রবিবার পূর্ব মেদিনীপুরে তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি জায়গায় রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দফায় ভোট হবে জঙ্গলমহলের ৩০ আসনে। যেখানে গত লোকসভা ভোটে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের কাছে যেমন চ্যালেঞ্জ জয় ধরে রাখা তেমনই শাসকদলের কাছে চ্যালেঞ্জ মাটি পুনরুদ্ধারের।
গতকাল দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মোদী। বলেছিলেন, দিদির পার্টি হল দুর্নীতির পাঠশালা। সেই পাঠশালার সিলেবাস হল কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেট চক্র’। অর্থাৎ করে কম্মে খাওয়ার দল। যেখানে কোনও রাজনৈতিক মতাদর্শ নেই। মানুষের উপর অত্যাচার করে টাকা তোলাই উদ্দেশ্য। এবং দুই—“অন্যান্য রাজ্যে উন্নয়নের জন্য সিঙ্গল উইন্ডো রয়েছে। যাতে যে কোনও প্রকল্পের কাজে সুবিধা হয়। কিন্তু বাংলায় ভাইপোর উইন্ডোই হল সিঙ্গল উইন্ডো। সেই জানালা দিয়ে না গললে কোনও কাজ হয় না”।
পাল্টা মমতা বলেন, “ওদের মতো বড় তোলাবাজ আর হয় না। একটা মানুষ পাঁচশ টাকা নিলে বলছে তোলাবাজ। আর দেশের টাকা চুরি করছে। পিএম কেয়ার্স, নোটবন্দির টাকা গেল কোথায়?” তাঁর কথায়, “উজ্জ্বলার টাকা খেয়েছে বিজেপি, দুর্নীতিতে ভরে গেছে। গ্যাসের দাম ৮০০ টাকা, ডিজেল-পেট্রোলের দাম বেড়ে গেছে। কৃষকরা প্রায় ১ বছর ধরে আন্দোলন চলছে। নির্বাচনের সময় মৎস্যজীবীদের কথা বলছেন। ভোটের পর সব মাছ লুঠ করে নেবে।”