- খড়্গপুরের জনসভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- প্রধানমন্ত্রীকে মঞ্চে অভিবাদন জানান দিলীপ ঘোষ
- মঞ্চে উঠেই প্রধানমন্ত্রীর গলায় নমস্কার, জয় জোহার, জয় মা সর্বমঙ্গলা ধ্বনি
- এই জমি ক্ষুদিরাম বসু, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্রের
- আমি বাংলার মানুষদের বলছি, ৭০ সাল অনেক সুযোগ দিয়েছেন, আমাদের ৫ বছর সময় দিন
- আসল পরিবর্তন করে দেখিয়ে দেব , বললেন প্রধানমন্ত্রী
- ব্রিগেড বলেছিলাম, বিজেপি জনসঙ্ঘ থেকে হয়েছে , জনসংঘের জন্মদাতার নাম শ্যামাপ্রসাদ মুখার্জী
- বিজেপি-র ডিএনএ তে শ্যামাপ্রসাদ, আশুতোষ মুখার্জীর ধারা আছে
- যে সব রাজ্যে বিজেপি সরকার আছে সেই সব রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে
- বাংলায় দিল্লি ও বাংলার শক্তি দিয়ে উন্নয়ন করতে হবে
- সবার সাথে সবার বিকাশের কাজ করতে হবে
- দিদি উন্নয়নের নাম দুর্নীতি, বিশ্বাসঘাতকতা করেছে
- দিদি ১০ বছর আপনি মানুষের সঙ্গে বিস্বাসঘাতকতা করেছেন
- বাংলায় কাটমনি বন্ধ করতে হবে
- কাল রাতে ৫০ মিনিট সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল , মানুষ অধীর হয়ে উঠছিলেন
- বাংলায় বিকাশ ৫০ বছর ধরে অবরুদ্ধ, আগে কংগ্রেস, তারপর বাম, এখন তৃণমূল বিকাশ অবরুদ্ধ করে রেখেছে
- ভোট ব্যাংকার খেলা চলছে রাজ্যে
- দিদির পার্টি হচ্ছে নির্মমতার পার্টি, সিলেবাস হচ্ছে তোলাবাজি, দুর্নীতি
- আমরা জাতীয় শিক্ষা নীতিতে আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলছে
- এর ফলে সবার ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বললেন মোদী
- দিদিকে বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না
- দিদি বলছেন খেলা হবে, বাংলা বলছে খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে
- কেন্দ্রের প্রকল্প দিদি রাজ্যে জারি করতে দেন নি কারণ তাতে মোদীর সুনাম হবে
- দিদি আপনি গরিবের পেতে কেন লাথি মারছেন? বললেন মোদী
- আমরা দেশে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করেছি, বাংলায় সিঙ্গেল উইন্ডো হচ্ছে ভাইপো উইন্ডো , বললেন প্রধানমন্ত্রী
- তৃণমূলের জন্য অনেক উদ্যোগ বন্ধ হয়ে গেছে, শুধু মাফিয়া উদ্যোগ চলছে
- বাংলায় বিজেপি সরকার আসার পর উন্নয়ন শুরু হবে , বললেন মোদী
২০১৮-তে পঞ্চায়েত নির্বাচনে যা করেছেন দিদি সেটা দেশ দেখেছে,
ওসব বাংলার গণতন্ত্রের জন্য সঠিক নয়,
পুলিশ ও প্রশাসনকে মনে রাখতে হবে গণতন্ত্রের ওপরে কেউ নয়,
আগের নির্বাচনগুলোতে তৃণমূল যা করতো সেটা আর হবে না,
আপনারা রুখে দাঁড়ান, বললেন মোদী - এই নির্বাচন শুধু বিধায়ক, মুখ্যমন্ত্রী নির্বাচনের নির্বাচন নয়, এই নির্বাচন সোনার বাংলা তৈরির নির্বাচন,
এবার ভয় নয়, শুধু জয়, মানুষের জয়, আমি আপনাদের স্বপ্ন পূরণ করবোই, বললেন নরেন্দ্র মোদী ।
2021-03-20