পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বিজেপি সরকার অপরিহার্য। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে, বিএনআর মাঠের জনসভায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ” বিজেপির ডি.এন.এ-তে আশুতোষ মুখার্জি এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আচার-বিচার, ব্যবহার ও সংস্কার আছে। এই সংস্কারের সঙ্গে আমরা বাংলার প্রতিটা ক্ষেত্রে বিকাশ পৌঁছে দেবো।” বঙ্গ বিধানসভা নির্বাচনে খড়্গপুরে বিজেপি-র প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণের সমর্থনেই এদিন জনসভা করেছেন প্রধানমন্ত্রী। শুরুতেই জনসভায় উপস্থিত মানুষজনের উদ্দেশে বাংলায় প্রধানমন্ত্রী বলেছেন, ” নমস্কার আপনারা কেমন আছেন?” উত্তরে জনসভা থেকে ভেসে আসে, “আমরা ভালো আছি।” এরপর প্রধানমন্ত্রী বলেছেন, “বিপুল সংখ্যায় আপনারা সবাই বিজেপিকে আশীর্বাদ দিতে এসেছেন, আপনাদের এই উৎসাহ জানান দিচ্ছে, পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার। আপনাদের উৎসাহ বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এবার বিজেপিই সরকার গড়বে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বিজেপি সরকার অপরিহার্য। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই ভূমিতেই আমাদের ১৩০ জন কার্যকর্তা নিজের প্রাণ বলিদান দিয়েছেন, যাতে বাংলা সুরক্ষিত থাকে।”
প্রধানমন্ত্রী বলেছেন, “শহীদ ক্ষুদিরাম বসু, বীরেন্দ্রনাথ শাসমল এরকম অগণিত বিপ্লবী জন্মেছেন এই বাংলায়। এই ভূমি ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ভূমিতেই দেশের স্বাধীনতার জন্য শহীদ হওয়া মাতঙ্গিনী হাজরা নারী শক্তির সবথেকে বড় আদর্শ প্রস্তুত করেছেন। খড়্গপুরের এই ভূমিতে ভারতের বিবিধতা, বিভিন্ন ভাষার দৃষ্টান্ত পাওয়া যায়। খড়্গপুরের এই অঞ্চলে মিনি-ভারতের ঝলক দেখা যায়। খড়্গপুরের এত বড় রেলওয়ে প্লাটফর্ম, ভারতের প্রথম আইআইটি, এই ভূমির গৌরব বাড়ায়।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের দলের দিলীপ ঘোষের মতো সভাপতি রয়েছেন, এজন্য আমি গর্বিত। তাঁর উপর অনেক হামলা হয়েছে, প্রাণে মেরে ফেলারও চেষ্টা হয়েছে। কিন্তু, তিনি পশ্চিমবঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের ব্রত নিয়ে এগিয়ে চলেছেন।” প্রধানমন্ত্রী বলেছেন, “খড়্গপুরে আপনারা কংগ্রেসের কাজ দেখেছেন। বাংলার ধ্বংসকে চোখের সামনে দেখেছেন। আর তৃণমূল আপনাদের স্বপ্নকে কীভাবে ধ্বংস করে দিয়েছে, তা আপনারা দেখেছেন। আমাদের শুধুমাত্র ৫ বছরের সুযোগ দিন, এই ভূমিতে আমরা স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন করবো। প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করবো। এই অঞ্চলে কৃষি, সেচ ও হিমাগার সুবিধাগুলির আরও উন্নতি করা হবে। বিজেপির ডি.এন.এ. তে আশুতোষ মুখার্জি এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আচার-বিচার, ব্যবহার ও সংস্কার আছে। এই সংস্কারের সঙ্গে আমরা বাংলার প্রতিটা ক্ষেত্রে বিকাশ পৌঁছে দেবো।”
পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকারের কতটা প্রয়োজনীয়তা সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেই রাজ্যগুলিতে কেন্দ্র ও বিজেপির রাজ্য সরকার একত্রে ডবল ইঞ্জিনের শক্তিতে জনগণের সেবা করছে। আমরা সকলের সঙ্গে, সকলের বিকাশ ও সকলের বিশ্বাসের মন্ত্র নিয়ে কাজ করছি। কিন্তু, দিদি উন্নয়নের প্রতিটি প্রকল্পের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দিদির উপর আস্থা রেখেছিলেন, কিন্তু দিদি আপনাদের দুর্নীতি দিয়েছেন, আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দিদি পশ্চিমবঙ্গের জনতা আপনাকে ১০ বছর সেবা করার সুযোগ দিয়েছেন। আপনি তাঁদের লুঠের ১০ বছর দিয়েছেন। আপনি দুর্নীতির ১০ বছর দিয়েছেন। আপনি জনতাকে ১০ বছরের কুশাসন দিয়েছেন। পশ্চিমবঙ্গের যুব সমাজের গুরুত্বপূর্ণ ১০ বছর নষ্ট করেছেন দিদি। দিদির দল হল নিষ্ঠুরতার ও নির্মমতার পাঠশালা, দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে তোলাবাজি, কাটমানি ও সিন্ডিকেট, দিদির পাঠশালাতে ট্রেনিং দেওয়া হয় অরাজকতার। দশ বছর প্রশাসনের দুর্নীতি চলেছে। দিদির আমলে বাংলায় ভোটব্যাঙ্কের রাজনীতির চলছে। দিদি ভোটের জন্য তোষণের রাজনীতি করছেন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “দিদি খালি বলেন, খেলা হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বলছে খেলা শেষ হবে। দিদিকে যুবকের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না। এবার খেলা শেষ হবে, শুরু হবে উন্নয়ন।” মমতাকে কটাক্ষ করে মোদী বলেছেন, “দিদি জাতীয় শিক্ষানীতিরও বিরোধিতা করেছেন। নতুন শিক্ষানীতিতে গরিব সন্তানরাও পড়ার সুযোগ পাবে। এখানে অনেক উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছে। এখানে একটাই উদ্যোগ চলতে দেওয়া হয়, তা হল মাফিয়া উদ্যোগ। বাংলার মানুষকে আশ্বস্ত করছি, দিদিকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া যাবে না। পুলিশ-প্রশাসনকেও মনে রাখতে হবে সংবিধান ও গণতন্ত্র থেকে বড় কিছু নয়। পঞ্চায়েত নির্বাচনে দিদি আপনাদের অধিকার ধ্বংস করেছেন। সেটা মানুষ দেখেছেন। বাংলার মানুষ এখন ঠিক করেছেন দিদিকে আর গণতন্ত্রের মর্যাদা হত্যা করতে দেবেন না।”
2021-03-20