প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে করোনা ভ্যাকসিন নিলেন বজরং পুনিয়া

দেশের অ্যাথলিটদের মধ্যে করোনার ভ্যাকসিন গ্রহণে কোহলি-ছেত্রীদের তুলনায় অগ্রাধিকার পাবেন অলিম্পিকগামী অ্যাথলিটরা। এমন সিদ্ধান্ত আগেই গৃহীত হয়েছিল। সেই মোতাবেক শুরু হয়ে গেল সিদ্ধান্ত কার্যকর করা। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে করোনার ভ্যাকসিন গ্রহণ করলেন আলিম্পিকগামী কুস্তিগির বজরং পুনিয়া। সোনপতে সাই’য়ের প্রস্তুতি শিবিরে পুনরায় যোগ দিয়ে বৃহস্পতিবার ভ্যাকসিন নিলেন তিনি।

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন অভিজ্ঞ কুস্তিগির। অলিম্পিকের জন্য টোকিওর উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই সকল অলিম্পিকগামী অ্যাথলিটকে ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচ জানিয়েছেন, সকল অ্যাথলিটদের করোনার ভ্যাকসিন নিয়ে অলিম্পিকে প্রবেশ করার বিষয়টি বাধ্যতামূলক নয়। তবে অ্যাথলিটদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উৎসাহ প্রদান করেছেন ব্যাচ।

প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন এশিয়াড এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির। ভ্যাকসিন নিয়ে বজরং জানিয়েছেন যে, তিনি অন্যান্য অ্যাথলিটদের ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে জোর করবেন না। প্রত্যেককে চিকিৎসক এবং কোচের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা সেরে তবেই ভ্যাকসিন গ্রহণ করার অনুরোধ করেছেন এই কুস্তিগির। ভ্যাকসিন গ্রহণের পর সামান্য মাথাব্যথা থাকলেও মোটের উপর তিনি সুস্থ আছেন বলেই পিটিআই’কে জানিয়েছেন কুস্তিগির। উল্লেখ্য, বজরং পুনিয়ার উপর টোকিও থেকে পদকের ব্যাপক প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। আর সেই প্রত্যাশাকে বাস্তব রূপ দিতে চলতি বছরের শুরুতে সমস্তরকম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অব্যাহতি নিয়েছেন বজরং।

অলিম্পিক প্রস্তুতিতে ফোকাসের জন্যই তাঁর এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছিলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রি-স্টাইল ক্যাটেগরিতে দেশের পদক জয়ের অন্যতম সেরা ভরসা বজরং। গতবছর করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হবে আগামী ২৩ জুলাই থেকে।

সম্প্রতি, টিন-এজ কুস্তিগীর রীতিকা ফোগতের আত্মহত্যার ঘটনায় হতবাক হয়েছেন বজরং। তিনি জানিয়েছেন, ‘আমি জানি না কী করে একটা বাচ্চা মেয়ে এমন একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে। কুস্তিগির পরিবারেই তাঁর বেড়ে ওঠা। এমনটা নয় যে তাঁকে মোটিভেট করার কেউ ছিল না। সঠিক মানুষেরাই তাঁর চারপাশে ছিল। আমি মেনে নিতে পারছি না। ফোগত পরিবারের জন্য ভীষণ খারাপ খবর।’ উল্লেখ্য, বজরং পুনিয়ার স্ত্রী সঙ্গীতা ফোগত ববিতা ফোগত এবং গীতা ফোগতেরই তুতো বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.