২০২১-এর বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করাটাই নির্বাচন কমিশনের এক এবং অন্যতম লক্ষ্য। তাই রাজ্যের সর্বত্র সেনা বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশ এলাকায় রোজ সকাল ৯টা থেকে একটা এবং বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত সেনা বাহিনীর রুট মার্চ চলছে। আর এই রুট মার্চের ভিডিও ফুটেজ কলকাতা পুলিশের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে দিতে হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ সেনা বাহিনীর জওয়ানরা কোথায় কোথায় রুট মার্চ করল এবং কাদের সঙ্গে কথা বলল তার ভিডিও রেকর্ড কমিশনে পাঠাতে হবে। সেই নির্দেশ মেনেই কমিশনে পাঠানো হচ্ছে সেনা বাহিনীর রুট মার্চের ভিডিও ফুটেজ।
লালবাজার সূত্রে জানা গেছে কলকাতায় এখন ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কলকাতা পুলিশ এলাকায় ৪ দফায় নির্বাচন করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দফার নির্বাচনের জন্য কলকাতা থেকে ওই ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে যেতে পারে। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হলে কলকাতায় আবার কেন্দ্রীয় বাহিনী ফিরে আসবে। কলকাতায় বুথের সংখ্যা ৫হাজার ৭১০টি । ভোট গ্রহণের বুথের সংখ্যা ১ হাজার ৭১০টি । তবে কলকাতার জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সাকুল্যে ভোটের কাজে ব্যবহার হবে সেটা এখনও ঠিক হয়নি।
রাজ্যের বেশ কিছু জেলা স্পর্শকাতর হলেও কলকাতা সেই তালিকায় নেই। কলকাতায় নির্বাচনে সেই অর্থে অশান্তি হয় না। এটা অতীত ইতিহাস বলছে। তবে এবারের বিধানসভা নির্বাচনের পরিবেশটা সব নির্বাচনের তুলনায় আলাদা। তাই জাতীয় নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে রাজ্যে ৮ দফায় নির্বাচন ঘোষণা করেছে। তাই কমিশন চাইছে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে নির্বাচন ঘোষণার অনেক আগে। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রুট মার্চ করছে। আর কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপের ওপর নজর রাখতে তাই ভিডিও ফুটেজ নেওয়া হচ্ছে কমিশনের তরফে ।