থমথমে বনধের পরিবেশে বিজেপির পথ অবরোধ বসিরহাটে। সোমবার বাসন্তী হাইওয়ের কানমারি মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা। প্রসঙ্গত, রাজ্য রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে শিরনামে রয়েছে বসিরহাট। একাধিক হিংসার ঘটনায় সেখান প্রাণ গিয়েছে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির একাধিক কর্মীর। এদিন সন্দেশখালির ন্যাজাটে দলের ২ কর্মীর খুনের প্রতিবাদে রাজ্যে কালা দিবস পালন করছে গেরুয়া শিবির। এইসঙ্গে বসিরহাট মহকুমা জুড়ে চলছে ১২ ঘণ্টার বনধ।
কানমারি মোড়ে পথ অবরোধ হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সরকারি বাস সহ অসংখ্য যানবাহন। কিন্তু বিজেপি কর্মীদের বক্তব্য, মানুষের অসুবিধা হচ্ছে ঠিক, কিন্তু আমাদের ২ কর্মীর খুনের বিচার চাই। নিখোঁজ অন্য এক কর্মীকে খুঁজে দিতে হবে প্রশাসনকে।
উল্লেখ্য, অবরোধের পাশাপাশি বনধে স্তব্ধ কানামারি মোড়। এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজন নেই। শুধু কানামারি মোড় বলে নয়, গোটা বসিরহাটেই চলছে সফল বনধ। শিয়ালদা-বসিরহাট লাইনের লোকাল ট্রেন পরিষেবাও আপাতত বন্ধ রয়েছে। চাপা আগুনের ভাপ পাচ্ছে পুলিশ প্রশাসন।