রাম জন্মভূমি হোক অথবা বৈষ্ণোদেবী মন্দির, সমস্ত পবিত্র স্থান সুরক্ষার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব য্থায্থভাবে পালন করে চলেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। শুক্রবার হরিয়ানার গুরুগ্রামে আয়োজিত সিআরপিএফ-এর ৮২ তম বার্ষিকী প্যারেডে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সিআরপিএফ-এর ৮২ তম বার্ষিকী প্যারেডে বাহিনীর সমস্ত সাহসী জওয়ান ও অফিসারদের শুভেচ্ছা জানিয়েছেন নিত্যানন্দ রাই। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী বলেছেন, “রাম জন্মভূমি, কৃষ্ণ জন্মভূমি, কাশি বিশ্বনাথ মন্দির অথবা বৈষ্ণোদেবী মন্দিরই হোক, প্রতিটি স্থানের সুরক্ষার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব য্থায্থভাবে পালন করে চলেছে সিআরপিএফ।”
সিআরপিএফ-এর সমস্ত সাহসী জওয়ান ও অফিসারদের শুভেচ্ছা জানিয়ে নিত্যানন্দ রাই বলেছেন, “বাহিনীর সমস্ত সাহসী অফিসার ও জওয়ানদের হার্দিক শুভেচ্ছা। দেশের মানুষ জানেন, আপনাদের ত্যাগ দেশের ঐক্যকে শক্তিশালী করে। দেশের জন্য আত্মবলিদান দেওয়া ২,২০০ জন জওয়ানকে আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি।” জম্মু- কাশ্মীরে ভয়াবহ পুলওয়ামা হামলার স্মৃতিচারণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী বলেছেন, “পুলওয়ামা হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যোগ্য জবাব দেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করতেও আমরা দ্বিধাবোধ করি না।”
2021-03-19