দেশের অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনের কথায়, বুধবার ৫৩৬ জন আক্রান্ত হয়েছিলেন। দিল্লিতে পজিটিভিটি রেট ০.৬৬ শতাংশ। অন্যান্য রাজ্যের তুলনায়, দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। একইসঙ্গে দিল্লির জনগণকে অসাবধান না হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, “জনগণের অসাবধান হওয়া উচিত নয় এবং সবসময় মাস্ক ব্যবহার করা উচিত।”
দিল্লিতে বর্তমান করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা-পরিস্থিতি নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরকার যতই চেষ্টা করুক না-কেন, জনগণ যতক্ষন না পর্যন্ত সতর্ক হবে ততক্ষণ পর্যন্ত করোনাকে হারানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক না পরায় দিল্লিতে এদিন জরিমানাও করা হয়েছে অনেককে। দিল্লির সিভিল লাইন্স এলাকায় এসডিএম রাজেশ চৌধুরী বলেছেন, “করোনা-সংক্রমণ বৃদ্ধি পেতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়ে, মাস্ক না পরলে ২০০০ টাকা জরিমানা করা হচ্ছে। করোনা-বিধি অবজ্ঞা করলেও জরিমানা করা হচ্ছে।”
2021-03-18