ভোটব্যাঙ্ক রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি সরকার। সংখ্যালঘু-সহ সমাজের সমস্ত বর্গ সরকারের দ্বারা চালু করা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিচ্ছে। বৃহস্পতিবার লোকসভায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে নকভি বলেছেন, “মর্যাদার সঙ্গে উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার।”
তিনি আরও বলেন, “আমাদের সরকার ভোটব্যাঙ্কের রাজনীতিতে বিশ্বাস করে না…এবং ভবিষ্যতেও করবে না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যানমুলক প্রকল্পের দ্বারা সংখ্যালঘুদের পাশাপাশি সমাজের সমস্ত বর্গ সুবিধা পাচ্ছে।” নকভি আরও জানিয়েছেন, “দুর্বল ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার।” এদিন তিন তালাক প্রথা বাতিলের প্রসঙ্গও উত্থাপন করেছেন নকভি।
2021-03-18