২১শে ইস্তেহার বিজেপির, চাকরিতে ৩৩% সংরক্ষণ মেয়েদের, বেতন কমিশনের প্রতিশ্রুতি

একুশের ভোটের ইস্তাহার আগামী ২১ তারিখেই প্রকাশ করতে পারে বিজেপি।

কী থাকবে সেই ইস্তাহারে?

বিজেপির ভোট প্রতিশ্রুতির বহর কী হতে পারে তার একটা ইঙ্গিত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিয়েছেন। ইস্তেহারেও সেই বিষয়ের সমাহার থাকবে বলেই বিজেপির শীর্ষ সূত্রে খবর। সম্ভাব্য অন্যতম বিষয়গুলি হল—

সরকারি চাকরি

  • মেয়েদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ।
  • সরকারি কর্মচারিদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন।
  • আরও অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া। মণ্ডল কমিশনের সুপারিশের বাস্তবায়ণ। তিলি, মাহিষ্য ইত্যাদি অনগ্রসর জাতিকে সংরক্ষণের প্রস্তাব।

কৃষক ও মৎস্যজীবী

  • প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার আওতায় বকেয়া ১২ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
  • ৪ লক্ষ মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অনুরূপ বছরে ৬ হাজার কোটি টাকা দেবে সরকার।
  • মৎস্যজীবীদের জন্য পৃথক দফতর।
  • মৎস্যজাত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য উৎসাহ।

পরিকাঠামো উন্নয়ন

  • প্রতিটি বাড়িতে পাইপলাইনে পরিস্রুত পানীয় জল সরবরাহ।
  • দ্বারকেশ্বর ও গন্ধেশ্বর সেচ প্রকল্পের জন্য ৩০০০ কোটি টাকা।
  • জেলা শহরগুলিতে আধুনিক পরিকাঠামো নির্মাণ।
  • দক্ষিণ ২৪ পরগনায় বিপর্যয় মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন। যাতে প্রাকৃতিক বিপর্যয়ে কোনও প্রানহাণি না হয়।

স্বাস্থ্য

  • ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ণের সিদ্ধান্ত ঘোষণা।

পশ্চিমাঞ্চল ও অনগ্রসর শ্রেণিকল্যাণ

  • অরণ্যের অধিকার আইনের বাস্তবায়ন।
  • বনজ উৎপাদনের ন্যূনতম সহায়ক মূল্য।
  • উপজাতি অধ্যুষিত এলাকায় প্রতিটি ব্লকে একটি করে একলব্য আদিবাসী স্কুল স্থাপন
  • পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী বিশ্ববিদ্যালয়ের স্থাপন।

এ ছাড়াও আরও কিছু বড় ঘোষণা থাকতে পারে

  • উচ্চ মাধ্যমিকে ৭০ শতাংশের বেশি নম্বর পেলে তফসিলি জাতি ও উপজাতির ছাত্রদের উচ্চ শিক্ষায় ৫০ শতাংশ আর্থিক সহায়তা।
  • তফসিলি উপজাতির ছাত্রদের জন্য হস্টেল নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
  • সাঁওতাল, ওরাঁও, মুণ্ডা, কোরা, লোধা, মাহিলি, শবর, বেদিয়া, ভূমিজ সহ প্রতিটি উপজাতি কল্যাণে ১০০ কোটি টাকা করে তহবিল গঠন।
  • সামাজিক অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তফসিলি জাতি ও উপজাতির মানুষকে বিনামূল্যে আইনি সাহায্য।
  • বিরসা মুণ্ডের স্মরণে ঝাড়গ্রামে আদিবাসী শ্রুতি সংগ্রহালয় নির্মাণ।
  • ধর্মীয় স্থান ও আধ্যাত্মিক কেন্দ্রে ভ্রমণের জন্য আদিবাসীদের জন্য ২৫০ কোটি টাকার তহবিল গঠন।
  • বনধন প্রশিক্ষণ প্রকল্পের বাস্তবায়ন।
  • তফসিলি উপজাতি কল্যাণ
  • নারায়ণী সেনা নামে নতুন আধা সামরিক বাহিনী গঠন।
  • কোচ সমাজের বীর পুত্র বীর চিল্লা রায়ের নামে আধা সামরিক প্রশিক্ষণ কেন্দ্র গঠন।
  • ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি গঠনে ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
  • রাজবংশী সাংস্কৃতিক কেন্দ্র গঠনের জন্য ৫০০ কোটি টাকার তহবিলের প্রস্তাব।
  • মতুয়া সম্প্রদায়ের ছাত্রদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠনপাঠনের জন্য সরকারি বৃত্তি।
  • মতুয়া দলপতিদের জন্য পেনশন।
  • গুরুচাঁদ মন্দিরকে পর্যটন সার্কিটে অন্তর্ভূক্ত করার প্রস্তাব।
  • ঠাকুরনগর ধর্মস্থানের সংস্কার।
  • ঠাকুরনগর রেল স্টেশনের নতুন নামকরণ করা হবে—শ্রীধাম ঠাকুরনগর।
  • মদনমোহন মন্দির, কামেশ্বরী মন্দির এবং পঞ্চানন বর্মার জন্মস্থানকে কেন্দ্র করে পর্যটন সার্কিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.