চামুন্ডা দেবীর মন্দিরে পুজো দিয়ে বুধবার প্রচার শুরু করলেন হুগলির চন্ডীতলার বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত।
কী প্রার্থনা করলেন? প্রশ্নের জবাবে যশ বললেন, “জিতে যাতে ভালভাবে মানুষের জন্য কাজ করতে পারি, সেই প্রার্থনা করলাম।“ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করলে যশ বলেন, “দিদিকে আমি শ্রদ্ধা করি। ওনার কাছে অনেক কিছু শিখেছি। উনি দ্রুত আরোগ্য লাভ করুন।“ বিজেপি-তে যোগ দিয়ে গত ১৯ ফেব্রুয়ারি অভিনেতা দেবের উদ্দেশ্যে ট্যুইট করেন যশ দাশগুপ্ত। লেখেন, ‘আমরা মানুষের জন্য কাজ করব’। তারপর থেকে ফেসবুকে একটু একটু প্রচার শুরু করেছেন। বুধবার সকাল সাড়ে আটটা থেকে চন্ডীতলার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে শুভেচ্ছা জানান। সই শিকারীদের আবদার মেটানো থেকে করমর্দন, নমস্কার, প্রতিনমস্কার সবই ছিল তাঁর এই অভিযানে। এদিন দুপুরে কার্যকর্তা সম্মেলন ও খানিকটা বিশ্রামের পর তাঁর এদিনের সূচিতে ৪টে থেকে টানা তিন ঘন্টা রয়েছে জনসংযোগ অভিযান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটায় হওয়ার কথা কৃষ্ণরামপুরে পথসভা। যশ বলেন, বাড়ির ছেলে, ঘরের ছেলে হিসাবে আপনাদের ভোট চাইছি। বিজেপি পরিবারকে আরও বড় করতে চাই।
2021-03-17