বিজেপি কর্মীদের ওপর সিভিক ভলান্টিয়ারদের লাঠিচার্জ নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “সিভিক ভলান্টিয়াররা কখনও লাঠিচার্জ করতে পারে না।
পুলিশের মতো করে সিভিক ভলান্টিয়ারদের কোনও ট্রেনিং দেওয়া হয়নি। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রাফিক ডিউটি করা। সিভিক ভলেন্টিয়াররা এই ভাবে তৃণমুল কর্মীদের মতো ব্যাবহার করতে পারে না। আর যদি এমনটা করে তাহলে আমরা আগামী দিনে আইনের দ্বারস্থ হব।”
সিভিক ভলান্টিয়াররা কি সত্যি এই ভাবে লাঠিচার্জ করতে পারেন?
এমন প্রশ্নের জবাবে শ্রীরামপুর আদালতের সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “সিভিক ভলান্টিয়াররা কখনও লাঠিচার্জ করতে পারে না। তাদের কাজ হচ্ছে ট্রাফিক জ্যাম সামলানো। কোনও এলাকায় বড়ো মেলা হলে সেখানে ভিড় সামলানো।
এছাড়া বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপে ডিউটিতে থাকা এএসআই বা এসআইদের নিরাপত্তায় সহযোগিতা করা।” প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অভিনন্দন যাত্রা আটকানোর জন্য আগে থেকেই পুলিশ এলাকায় ১৪৪ ধারা প্রয়োগ করেছিল। এই মিছিলকে ঘিরে বিজেপি নেতা কর্মীদের সাথে পুলিশের বচসা হয়। বচসা থেকে পুলিশের সাথে খন্ডযুদ্ধ বেঁধে যায়। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ, সেখানে লাঠিচার্জ করতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের।