আগে স্থির ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২০ ও ২৪ তারিখ বাংলায় প্রচারে আসবেন। মঙ্গলবার রাতে বিজেপি জানিয়েছে, তার আগে ১৮ তারিখ পুরুলিয়ার ভাঙড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিধানসভা নির্বাচনে প্রথম দুই দফায় ভোট হবে মূলত জঙ্গলমহল ও রাজ্যের পশ্চিমাঞ্চলে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই অঞ্চলে পালা করে সভা করছেন এখন। মঙ্গলবারও মমতা ও অভিষেকের মোট ৫টি সভা হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়ায়।
তাছাড়া ২০ মার্চ মোদীর সভা রয়েছে খড়গপুরে, ২১ তারিখ বাঁকুড়া এবং ২৪ তারিখ কাঁথিতে।
অনেকে মনে করছেন, সম্ভবত এই কারণেই পুরুলিয়ায় ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এর মধ্যে দলের পরিবর্তিত কৌশলও দেখা যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, বাংলায় প্রধানমন্ত্রীর জনসভার সংখ্যা বাড়তে পারে।
গত কয়েকদিন ধরে পশ্চিমাঞ্চলে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তা হল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুরে বিজেপির সভায় খুব একটা ভিড় হয়নি।
বিজেপির স্থানীয় কর্মীরা এ ব্যাপারে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছেন ঠিকই। কিন্তু বিজেপির ব্যবস্থাপনা নিয়ে দলের মধ্যেও তোলপাড় চলছে। সোমবার রাতে এ ব্যাপারে কলকাতায় দীর্ঘ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার পর আজ রাতে দিল্লিতে ডাকা হয়েছে দিলীপ ঘোষ, মুকুল রায়দের। এর পরই জানা গিয়েছে, ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সভা হবে পুরুলিয়ায়।