বুথের ১০০ মিটারের মধ্যে শুধুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখতে চাইছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিটি বুথ থেকে ১০০ মিটারের বাইরে রাখা হবে রাজ্য পুলিশকে। বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশের কর্মীরা ঢুকতে পারবেন না। এমনই সিদ্ধান্ত কার্যকর করার চিন্তাভাবনা জাতীয় নির্বাচন কমিশনের, সূত্র মারফত এই খবর মিলেছে।
বাংলার ভোট এবার আট দফায়। একমাত্র বাংলাতেই সবচেয়ে বেশি সময় ধরে চলবে নির্বাচনী প্রক্রিয়া। ২৩৪ আসনের তামিলনাড়ুতেও এক দফায় ভোটগ্রহণ হবে। তবে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে আট দফায়। বাংলা সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। ৩০টি আসনে হবে ভোট গ্রহণ। তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল।
ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেলায়-জেলায় স্থানীয় পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে চলছে রুটমার্চ। স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কাজ চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে এবার বাড়তি তৎপরতা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিনিয়ত রাজ্যের নির্বাচনীআধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন জাতীয় নির্বাচনী আধিকারিকরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সব ধরনের পদক্ষেপ করা হবে বলে জানাচ্ছে কমিশন।
সেই কারণেই এবার বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে বিশেষত নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার কাজে বেশি করে ব্যবহার করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৭ মার্চ। প্রথম দফার ভোটে বাংলায় ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।