প্রত্যেকের রাজনৈতিক ও ধর্মীয় আস্থাকে সম্মান করে ভারত। সংসদের সেন্ট্রাল হলে সাংসদের উদ্দেশে বার্তায় এ কথা বলেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট দুয়ার্তে পাচেকো। মঙ্গলবার ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট দুয়ার্তে পাচেকো সাংসদের উদ্দেশে বলেন, “সমগ্র বিশ্বের মধ্যে বৃহত্তম গণতন্ত্র হল ভারত, স্থানীয় থেকে জাতীয় সমস্ত পর্যায়ে মহিলা ও যুবসমাজের অন্তর্ভুক্তি দেখা যাচ্ছে। প্রত্যেকের রাজনৈতিক ও ধর্মীয় আস্থাকে সম্মান করে ভারত।”
তিনি আরও বলেন, “আমাদের দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, পর্তুগাল এবং ভারতের মধ্যে ৫০০ বছরের পুরানো সম্পর্ক, আমরা পরস্পরকে খুব ভালো করে জানি। আমি বলতে পারি, আমরা শুধুমাত্র বন্ধু নয়, আমরা ভাই।” বক্তব্য শেষে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট দুয়ার্তে পাচেকো। এদিন সেন্ট্রাল হলে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, “ভারত বিশ্বের মধ্যে বৃহত্তম গণতন্ত্র এবং দেশের ১৩০ কোটি নাগরিককে প্রতিনিধিত্ব করে। স্বাধীনতার শেষ ৭৪ বছরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয়েছে। আমরা এখন স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। এই সেন্ট্রাল হল স্বাধীনতার সাক্ষী।” উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।
2021-03-16