এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে তাজমহল দর্শনের দাম। ভারতীয় হোক অথবা বিদেশী, দুই ধরনের পর্যটকদের জন্যই বাড়তে চলেছে এই দাম। আগামী ১ এপ্রিল থেকেই বর্ধিত দাম বলবৎ হতে চলেছে বলে আগ্রা প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে। ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে এতদিন প্রবেশ মূল্য ছিল মাথাপিছু ৫০ টাকা৷ সূত্রের খবর, এবার নতুন এই মূল্য তালিকা মোতাবেক, সেই মূল্য বাড়িয়ে মাথাপিছু ৮০ টাকা করা হচ্ছে৷অন্যদিকে, বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য ১০০ টাকা পর্যন্ত বাড়তে চলেছে। বর্তমানে তাঁদের প্রবেশ মূল্য ছিল মাথাপিছু ১১০০ টাকা। এবার তা ১২০০ টাকা হতে পারে। শুধু তাই নয়, মূল গম্বুজে প্রবেশ করতে হলেও গুণতে হবে বাড়তি মূল্য। আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্ত জানিয়েছেন, আগ্রা ডেভলপমেন্ট অথরিটি মূল গম্বুজের প্রবেশ মূল্যে বাড়তি ২০০ টাকা ধার্য করছে। অর্থাৎ এখানে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের ৪৮০ টাকা দাম দিতে হবে। সেক্ষেত্রে বিদেশীদের দিতে হবে ১৬০০ টাকা।
2021-03-16