‘হিজবুলের হাতে যে কোনও দিন খুন হতে পারি,’ আতঙ্কে জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা রবীন্দ্র রায়না

হিজবুল জঙ্গি গোষ্ঠী নাকি তাঁকে হুমকি দিয়েছে। তাদের হিট লিস্টে নামও রয়েছে তাঁর। অচিরেই হিজবুলের আক্রমণের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা রবীন্দ্র রায়না।

বিজেপি নেতার দাবি, গোয়েন্দা সূত্র মারফৎ তিনি খবর পেয়েছেন, উপত্যকায় তাঁর বাড়িতে হামলা চালাতে পারে হিজবুল জঙ্গিরা। পাকিস্তানের নানা জায়গায় থেকে নম্বর বদলে নাকি তাঁর কাছে হুমকি ফোনও আসছে। ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক সুজাত বুখারির মতোই তাঁর দশা হবে বলে হুমকিও দিয়েছে সন্ত্রাসবাদীরা। নিজের অফিসের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল বুখারিকে।

নিরাপত্তা চেয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন রায়না। তাঁর দাবি, তিন হিজবুল জঙ্গি, দু’জন কাশ্মীরি এবং একজন পাকিস্তানি তাঁর বাড়ি এবং উপত্যকার বিজেপির দফতরে গোপনে খোঁজ খবর চালাচ্ছে।

পুলওয়ামার হামলার ধাঁচেই উপত্যকায় ফের বড়সড় নাশকতা চালাতে পারে হিজবুল মুজাহিদিন, এমন আভাস আগেই দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমনকি গোয়েন্দা সূত্র এও জানিয়েছিল, উপত্যকার হিজবুল কম্যান্ডাররা এক হয়ে তাদের গোপন ডেরায়  সিলিন্ডার, জিলেটিন স্টিক, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক জমা করছে। আর এই কাজে তাদের সহায়তা করছে পাকিস্তানের হিজবুল সংগঠন।

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই কোমর কষে নেমেছে কেন্দ্র। কাশ্মীরে একাধিক জঙ্গি নেতার নামের তালিকাও তৈরি হয়েছে। তাদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের রিয়াজ নাইকু ও আশরাফ মৌলভি, লস্কর-ই-তইবার ওয়াসিম আহমেদরা। জেলাভিত্তিক তালিকায় নাম রয়েছে শ্রীনগরে হিজবুলের হয়ে ক্যাডার সংগ্রহের দায়িত্বে থাকা সইফুল্লা মীর, পুলওয়ামা জেলার হিজবুল নেতা আরশাদ উল হক, হাফিজ ওমর, জইশের জাহিদ শেখ ওমর আফগানি, কুপওয়ারার হিজবুল নেতা ইজাজ আহমেদ মালিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.