করোনা বিধি না মানায় বলিউড অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পরেও শ্যুটিংয়ে গিয়েছেন অভিনেত্রী এই অভিযোগ তুলে সোমবার মুম্বইয়ের ওশিওয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিয়ম অনুযায়ী, গওহরের নিভৃতবাসে থাকার কথা। কিন্তু বিএমসি-র আধিকারিকেরা অভিনেত্রীর বাড়িতে খোঁজ নিতে গেলে, তাঁকে সেখানে পাওয়া যায়নি। মুম্বইয়ের সংবাদমাধ্যমকে বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, অন্ধেরিতে গওহরের বাড়িতে গেলে, তিনি দরজা খোলেননি। জানা গেল, বাড়িতে না থেকে তিনি শ্যুটিংয়ে গিয়েছেন। এর পরেই বিএমসি-র তরফ থেকে ওশিয়াড়া থানায় যোগাযোগ জানানো হয়।
সূত্রের খবর অনুযায়ী, ১১ মার্চ অভিনেত্রী গওহর খানের করোনার পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তাই গওহর খানকে গৃহবন্দি অবস্থায় থাকতে বলা হয়েছিল। পরে জানা গেল গওহর খান ছবির শুটিংয়ের জন্য বেরিয়ে গেছেন। এই কারণে, বিএমসির কর্মকর্তারা গওহর খানের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় একটি মামলা দায়ের করেছেন।