ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২.২৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। সোমবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪৯২ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৩১ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২০,১৯১ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুস্থতার সংখ্যাই স্বস্তি দিচ্ছে। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১০,২৭,৫৪৩ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪,৪৯২ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ০৯ হাজার ৮৩১-এ পৌঁছে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৩১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৮,৮৫৬ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৪৩২ জন (১.৯৬ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৪,১৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৪৩২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৩০,৩৯,৩৯৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।
2021-03-16