কেরলে ১৪০টি আসনের মধ্যে ১১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাকি ২৫টি আসন ৪টি দলের জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। কেরল বিধানসভা নির্বাচনে পালাক্কড় আসনের প্রার্থী করা হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ‘মেট্রোম্যান’ ই শ্রীধরণকে। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। কেরলে মোট বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২)। এদিন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, কেরলে ১১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বাকি ২৫টি আসন ৪টি দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। পালাক্কড় আসনের প্রার্থী করা হয়েছে ই শ্রীধরণকে। রাজ্য বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ লড়বেন মঞ্জেশ্বর এবং কোন্নি বিধানসভা আসন থেকে। কেরলের প্রাক্তন রাজ্য সভাপতি কুম্মানাম রাজাশেখরণ লড়বেন নেমোম বিধানসভা আসন থেকে। অরুণ সিং আরও জানিয়েছেন, কাঞ্জিরাপ্পালী আসনের বিজেপি প্রার্থী হলেন কে জে আলফোনস, ত্রিশুর আসনে লড়বেন সুরেশ গোপী, ত্রিরুর আসনে আব্দুল সালাম এবং ইরিনজালাকুড়া আসনে লড়বেন প্রাক্তন ডিজিপি জ্যাকব থমাস।অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে, অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬ (এসসি-৮ এবং এসটি ১৬)। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, অসমে ১২৬টি আসনের মধ্যে ৯২টি আসনে লড়বে বিজেপি, বাকি আসনে পার্টনার পার্টি লড়বে। এদিন তৃতীয় দফা ভোটের ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ধর্মাপুর আসনে লড়বেন চন্দ্র মোহন পাটোয়ারী।
2021-03-14