নির্বাচনী আবহে ফের বাড়ছে করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছে ২৭৬ জন। রাজ্যের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান বলছে গত দু’দিনে রাজ্যের করোনা গ্রাফের খুব একাট হের-ফের হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১জন।
শনিবার স্বাস্থ্যদফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৭৬ করোনায় আক্রান্ত হওয়ার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লক্ষ ৭৮ হাজার ৬৪ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ৯৪ জন। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। একদিনে কমেনি অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩ হাজার ১৩৯। তবে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ১জন। মৃত উত্তর ২৪ পরগনার। অন্যান্য জেলায় এদিন করোনায় কারও প্রাণ যায়নি। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ১০ হাজার ২৮৮ জন।
তবে করোনা ভাইরাস সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ২৬৯ জন। এ নিয়ে রাজ্যে মোট ৫ লক্ষ ৬৪ হাজার ৬৩৭ জন করোনাজয়ী। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। টিকাকরণের পাশাপাশি সমান তালে চলছে টেস্টিংও। এখনও পর্যন্ত মোট ৮৮ লক্ষ ৫ হাজার ৭৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। যার মধ্যে ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ১৭ হাজার ৮৩৫ জনের।