মায়ানমারে সেনা অভ্যুত্থানে ভারতে সে-দেশের নাগরিকদের অনুপ্রবেশের আশঙ্কায় উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সতর্ক করেছে। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ প্রশাসনকে মায়ানমার সীমান্তে কড়া নজরদারি এবং অনুপ্রবেশজনিত পরিস্থিতিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আসাম রাইফেলস-কেও সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
শুধু তা-ই নয়, রাষ্ট্রপুঞ্জ শরণার্থী কনভেনশন ১৯৫১ মোতাবেক রাজ্য সরকারের কাউকে শরণার্থী হিসেবে গ্রহণ করার এক্তিয়ার নেই, সে-বিষয়টিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করিয়ে দিয়েছে। মন্ত্রকের নির্দেশিকা অনুসারে, রাজ্যগুলি অবশ্যই অবগত রয়েছে মায়ানমারে সেনা অভ্যুত্থানে সে-দেশের নাগরিকদের ভারতে অনুপ্রবেশের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। কারণ, মায়ানমারের নাগরিকরা স্বদেশে নিজেদের সুরক্ষিত মনে করছেন না। ইতিমধ্যে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের মন্ত্রকের তরফে মায়ানমারের নাগরিকদের ভারতে প্রবেশ আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ওই চার রাজ্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
প্রসঙ্গত, মায়ানমারের সাথে মিজোরামের ৫১০ কিমি, মণিপুরের ৩৯৮ কিমি, নাগাল্যান্ডের ২১৫ কিমি এবং অরুণাচল প্রদেশের ৫২০ কিমি এলাকাজুড়ে সীমান্ত রয়েছে। ফলে, মায়ানমারেএ অভ্যন্তরীণ অশান্তি স্বাভাবিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের ওই চার রাজ্য এবং নয়াদিল্লিকেও চিন্তায় ফেলেছে।
2021-03-13