আগুন লাগল দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেসে। শনিবার সকালে রাইওয়ালা ও কংসরাও স্টেশনের মধ্যে ট্রেনে আগুন লাগে। তবে ট্রেনের যাত্রীরা এখন সুরক্ষিত। তাঁদের দেরাদুন পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটে শনিবার সকালে। ০২০১৭ দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেস যখন রাইওয়ালা ও কংসরাও স্টেশনের মাঝে তখনই চলন্ত গাড়িতে আচমকা আগুন ধরে যায়। তখন ঘড়িতে বেলা ১২ টা বেজে ২০ মিনিট। ট্রেনের আট নম্বর কোচ C-5 এ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই কোচের যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয়। মোট ৩৫ জন যাত্রী ছিল ওই কোচে। সবাইকেই তার সামনে ও পিছনের কোচে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কোচে আগুন লাগার পর সেটি নিজে থেকেই ট্রেনের সঙ্গে আলাদা হয়ে যায়।
ওই কোচটিকে বাকি কোচ থেকে আলাদাভাবে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ আহত হয়েছেন বলেও জানা যায়নি। ট্রেন গার্ড জানিয়েছেন সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। ট্রেনে আগুন লাগার পর দমকলকে ডাকা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে তারা। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর ফের যাত্রা শুরু করে দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেস। উত্তরাখণ্ডের ডিজিপি কুমার-ও জানিয়েছেন ট্রেনের যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। তাঁদের নিরাপদে দেরাদুন পৌঁছে দেওয়া হয়েছে।
তবে ট্রেনে কীভাবে আগুন লাগল তা এখনও বলা সম্ভব হয়নি। দমকল বা রেলের তরফে কোনও রিপোর্ট এখনও পর্যন্ত পেশ করা হয়নি। যাত্রীদের তরফেও জানা যায়নি কিছুই। ঘটনার তদন্ত শুরু হয়েছে।তবে সূত্রের খবর আগুন সেভাবে ট্রেনে ছড়িয়ে পড়ার আগে দমকল পৌঁছে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ট্রেনের বা যাত্রীদের ক্ষতি হয়নি। তার উপর আগুন যে কামরায় লেগেছিল সেটি আলাদা হয়ে যাওয়ার ফলে আগুন ছড়িয়েও পড়তে পারেনি। ফলে বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে। সময় মতো যাত্রীদের অন্য কামরায় পাঠিয়ে দেওয়ার ফলে কেউ আহত হননি বা কারোর মৃত্যুও হয়নি।