তারকারা তো রয়েছেনই৷ তার সঙ্গে বিজেপি-র প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তদের মতো তারকাদের পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও প্রার্থী করতে পারে বিজেপি৷
আজ, শনিবার বিকেলেই দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই প্রথম তিন দফা সহ মোট ১২০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা৷ পাশাপাশি আলোচনা হবে চতুর্থ, পঞ্চম দফার প্রার্থী তালিকা নিয়েও৷
সূত্রের খবর, বিজেপি-র প্রার্থী তালিকায় তৃণমূল থেকে আসা অধিকাংশ নেতাকেই তাঁদের পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে৷ তবে শোভন চট্টোপাধ্যায়কে সম্ভবত বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে৷ এর আগে বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভন৷ এবার সেই কেন্দ্র থেকে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল৷
এর পাশাপাশি ডোমজুড় থেকে প্রার্থী করা হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী হতে পারেন পাণ্ডবেশ্বর থেকে, প্রবীর ঘোষাল থাকতে পারেন উত্তরপাড়া কেন্দ্রেই৷ তারকাদের মধ্যে রুদ্রনীল ঘোষ দাঁড়াতে পারেন শিবপুর কেন্দ্র থেকে৷ গতকাল বিজেপি-তে যোগ দেওয়া সিপিএম নেতা শংকর ঘোষকে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে৷ প্রার্থী তালিকায় নাম থাকার সম্ভাবনা রয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্যদের মতো রাজ্য বিজেপি-র পরিচিত নেতাদের৷
তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকারদের মতো তারকাদের কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ একই ভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা এখনও নিশ্চিত নয়৷