সকাল থেকেই চালিয়ে ব্যাটিং করতে শুরু করেছে গ্রীস্ম। সাতসকালে কলকাতায় তাপমাত্রা পৌঁছে গেল ২৫ ডিগ্রিতে। শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৩ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি। গত কয়েকদিনে তাপমাত্রার এই ধরণই চলছে। অন্যদিকে শহরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
তবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, উত্তর ২৪ পরগণার বেশ কিছু জায়গায় বেলা ১ টার পর থেকে বৃষ্টি আসতে পারে। সন্ধ্যে অবধি চলবে বৃষ্টি। এমনকি দুপুর ৩ টে নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা দীঘা উপকূল এলাকা ও শহরেও। দুপুরের পর সেখানে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। চলবে সন্ধ্যে অবধি।
অন্যদিকে এদিন কলকাতায় বৃষ্টির দেখা পাও্যার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা জাচ্ছে। বাতাসে আর্দ্রতা রয়েছে ৮৮%। এদিন সূর্যোদয় হয়েছে সকাল ৫ টা ৪৯ এ। সূর্যাস্তের সময় বিকেল ৫ টা ৪৫ ।
অন্যদিকে উত্তরবঙ্গে এদিন ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-এ। সকাল থেকে শুরু হয়ে রাত অবধি চলবে ছিটেফোঁটা বৃষ্টি। সকাল ও রাতে সামান্য বৃষ্টি হলেও দুপুরের দিকে এই পরিমাণ বাড়তে পারে।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও। আগামী শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমের ঠান্ডা হাওয়া ও পুবালি গরম হাওয়ার মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। তারই জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।