আগামী ১৮ মে থেকে পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দির। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৭ মে থেকে কেদারনাথ মন্দির। বৃহস্পতিবার মহাশিবরাত্রির দিন উত্তরাখণ্ড চারধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ মে থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট।
ফেব্রুয়ারি মাসেই চারধাম দেবস্থানম বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বদ্রীনাথ মন্দিরের কপাট আগামী ১৮ মে খুলে দেওয়া হবে। বদ্রীনাথ মন্দিরের প্রধান কপাট উন্মুক্ত হবে ১৮ মে ভোর ৪.১৫ মিনিট নাগাদ। এবার জানানো হল, ১৭ মে খুলছে কেদারনাথ মন্দির। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর জন্য গত বছর কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির দেরিতে উন্মুক্ত হয়েছিল।
2021-03-11