নিরাময়ের পাশাপাশি মনুষ্যত্বকে সহায়তা করতে চাই, গীতা আমাদের এই শিক্ষাই দিয়েছে। বৃহস্পতিবার সকালে স্বামী চিদ্ভাভানন্দার ভগবদ গীতার কিন্ডেল সংস্করণের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সাম্প্রতিক অতীতে যখন সমগ্র বিশ্বের ওষুধের প্রয়োজন ছিল, ভারতের পক্ষে যতটা করা সম্ভব ছিল, ওষুধ প্রদানের জন্য ভারত তাই করেছে। ভারতে তৈরি হওয়া ভ্যাকসিন সমগ্র বিশ্বে ব্যবহার হচ্ছে, এজন্য দেশ ভীষণ খুশি। আমরা নিরাময়ের পাশাপাশি মনুষ্যত্বকে সহায়তা করতে চাই, গীতা আমাদের এই শিক্ষাই দিয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “গীতা আমাদের ভাবতে শেখায়, গীতা আমাদের প্রশ্ন করতে উৎসাহিত করে, গীতা আলোচনায় উৎসাহ দেয় এবং গীতা আমাদের মনকে উন্মুক্ত রাখে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আত্নমনির্ভর ভারতের মূলে রয়েছে সম্পদ ও মূল্যবোধ তৈরি করা, শুধুমাত্র নিজেদের জন্য নয় বৃহত্তর মানবতার জন্য। আমরা মনে করি সমগ্র বিশ্বের জন্য আত্মনির্ভর ভারত মঙ্গলজনক।”
2021-03-11